বীমা এজেন্ট কমিশনের ওপর ১৫% ভ্যাট প্রত্যাহার

, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 00:48:45

ঢাকা: বীমা এজেন্ট কমিশনের ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের (অব্যাহতি) প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার (৭ জুন) জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট বক্তব্যে তিনি এ প্রস্তাব করেছেন। অর্থমন্ত্রীর দ্বৈতকর পরিহারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলো।

অর্থমন্ত্রী বলেন, ‘বীমা প্রতিষ্ঠানগুলো ইন্সুরেন্স পলিসির ওপর ১৫ শতাংশ হারে মূসক প্রদান করে থাকে। এ পলিসির বিপরীতে প্রযোজ্য সেবা প্রদানের জন্য একজন বীমা এজেন্ট নিয়োজিত থাকেন। এ বীমা এজেন্টের কমিশন মোট পলিসি মূল্য থেকেই প্রদান করা হয়। তাই সর্বমোট পলিসিমূল্য থেকে পূর্বেই মূসক পরিশোধ করায় বীমা এজেন্ট কমিশন বাবদ প্রদেয় মূসক দ্বৈতকর হয়। এ দ্বৈতকর পরিহারের উদ্দেশ্যে বীমা এজেন্ট কমিশনের ওপর প্রযোজ্য ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি।’

এ সম্পর্কিত আরও খবর