ডিএসইতে প্রধান সূচক বেড়েছে ৬৪ পয়েন্ট, সিএসইতে ১১৫

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 17:53:39

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসেই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২২ সেপ্টেম্বর) সূচক বেড়ে শেষ হয়েছে লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬৪ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ১১৫ পয়েন্ট।

রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ৩০৪ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৮৪ কোটি ৯৬ লাখ টাকা। আর সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ৩৭ লাখ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৭ কোটি ৭৮ লাখ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

ডিএসই

রোববার ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সকাল সাড়ে ১০টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ১৫ পয়েন্ট। সকাল ১০টা ৪০ মিনিটে সূচক বাড়ে ২৮ পয়েন্ট। সকাল ১০টা ৪৫ মিনিটে সূচক বাড়ে ৪৩ পয়েন্ট। সকাল ১০টা ৫০ মিনিটে সূচক ৪৪ পয়েন্ট বাড়ে। সকাল ১০টা ৫৫ মিনিটে সূচক ৪২ পয়েন্ট বাড়ে। বেলা ১১টায় ডিএসইএক্স সূচক ৩৪ বাড়ে। এরপর থেকে সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। দুপুর ১২টায় সূচক ৭ পয়েন্ট বাড়ে। এরপর সূচক বাড়ার প্রবণতা আবার বাড়তে থাকে। দুপুর ১টায় ডিএসইএক্স সূচক ৩৮ পয়েন্ট বাড়ে। দুপুর ২টায় সূচক ৪৮ পয়েন্ট বাড়ে। দুপুর আড়াইটায় লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৬৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯২০ পয়েন্টে অবস্থান করে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৬৬ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৫০ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩০৪ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

লেনদেন শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৫টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির শেয়ারের দাম।

রোববার দাম বৃদ্ধির ভিত্তিতে ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- গ্রামীণ ফোন, মুন্নু স্টাফলারস, জেএমআই সিরিঞ্জ, ন্যাশনাল টিউবস, ফরচুন সু, স্কয়ার ফার্মা, মুন্নু স্টাফলারস, ওয়াটা কেমিকেল, ইউনাইটেড পাওয়ার এবং স্টাইল ক্রাফটস।

সিএসই

অন্যদিকে, লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ১১৫ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৭৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসই-৩০ সূচক ১৭৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯৬৩ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৮৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯৪৬ পয়েন্টে অবস্থান করে।

লেনদেন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এদিন দাম বাড়ার ভিত্তিতের সিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- জেএমআই সিরিঞ্জ, মুন্নু সিরামিকস, কাশেম ড্রাইসেল, জাহিন টেক্সটাইল, বিকন ফার্মা, কেবিপিপিওব্লিউ, গ্রামীণ ফোন, নিটল ইন্স্যুরেন্স, সলভো কেমিক্যাল এবং প্রাইম ফাইন্যান্স।

এ সম্পর্কিত আরও খবর