পুঁজিবাজারে সূচকে বড় উম্ফলন

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-23 23:09:08

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচক বেড়ে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৭৯ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ১৬৪ পয়েন্ট।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫১৭ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩০৪ কোটি ৭২ লাখ টাকা। আর সিএসইতে লেনদেন হয়েছে ২৯ কোটি ৬৮ লাখ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৯ কোটি ৩৭ লাখ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ৪৫ পয়েন্ট। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক বাড়ে ৬২ পয়েন্ট। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক বাড়ে ৭০ পয়েন্ট। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ৭৭ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ৮১ পয়েন্ট বাড়ে। বেলা ১১টায় ডিএসইএক্স সূচক ৮৪ বাড়ে। বেলা ১২টায় সূচক ৯৮ পয়েন্ট বাড়ে। বেলা ১টায় ডিএসইএক্স সূচক ৭৭ পয়েন্ট বাড়ে। বেলা ২টায় সূচক ৮৪ পয়েন্ট বাড়ে। বেলা আড়াইটায় লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৭৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার পয়েন্টে অবস্থান করে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৮৯ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৫৮ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫১৭ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

লেনদেন শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২৮২টির, কমেছে ৫৩টি এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের দাম।

সোমবার দাম বৃদ্ধির ভিত্তিতে ডিএসই’র শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- গ্রামীণ ফোন, ন্যাশনাল টিউবস, সামিট পাওয়অর, ভিএফএসটিডিএল, ফরচুন সু, প্রিমিয়ার ব্যাংক, ব্র্যাক ব্যাংক, রেনেটা, স্কয়ার ফার্মা এবং ইউনাইটেড পাওয়ার।

সিএসই

অন্যদিকে, লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ১৬৪ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২৪১ পয়েন্টে অবস্থান করছে। সিএসই-৩০ সূচক ২১৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ১৮২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৭২ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২১৮ পয়েন্টে অবস্থান করে।

লেনদেন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ২৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এদিন দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- ফারইস্ট ফাইন্যান্স, এপেক্স ফুড, আইএলএফএসএল, সোনারবাংলা ইন্স্যুরেন্স, বিডি ওয়েল্ডিং, ইউনিয়ন ক্যাপিটাল, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, আইএফআইসি এবং সানলাইফ ইন্স্যুরেন্স।

এ সম্পর্কিত আরও খবর