পুঁজিবাজারে সূচকের ওঠানামা

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-18 02:13:10

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সূচকের ওঠানামা প্রবণতায় চলছে লেনদেন কার্যক্রম। এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৩ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স কমেছে ৮৬ পয়েন্ট।

এছাড়া একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৩ কোটি ১৩ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ২৩ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ১১ পয়েন্ট। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক বাড়ে ১৪ পয়েন্ট। এরপর থেকে সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক বাড়ে ১০ পয়েন্ট। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ৫ পয়েন্ট বাড়ে। এরপর সূচক নেতিবাচক হতে থাকে। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ৯ পয়েন্ট কমে যায়। বেলা ১১টায় ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট কমে দাঁড়ায় ৪ হাজার ৯৭৬ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৭৬ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৫০ পয়েন্টে।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৭৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। একই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৮টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তীত রয়েছে ৬১টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- সোনারবাংলা ইন্স্যুরেন্স, ন্যাশনাল টিউবস, মুন্নু স্টাফলারস, বিকন ফার্মা, ন্যাশনাল পলিমার, জেএমআই সিরিঞ্জ, গ্রামীণ ফোন, ভিএফএসটিডিএল, ইউনাইটেড পাওয়ার এবং স্কয়ার ফার্মা।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৫৩ পয়েন্ট কমে ৯ হাজার ১৮৮ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১৬৭ পয়েন্ট কমে ১৩ হাজার ১৪ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৮৬ পয়েন্ট কমে ১৫ হাজার ১৩১ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- কেটিএল, লিন্ডে বাংলাদেশ, সোনারবাংলা ইন্স্যুরেন্স, ভিএএমএল আরবিবিএফ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, আইএলএফএসএল, ইস্টার্ন হাউজিং, ফ্যামিলি টেক্সটাইল, রূপালী ইন্স্যুরেন্স এবং ফুওয়াং সিরামিকস।

এ সম্পর্কিত আরও খবর