পুঁজিবাজারে সূচকের ওঠানামায় চলছে লেনদেন

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-22 03:02:09

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচকের ওঠানামা প্রবণতায় চলছে লেনদেন কার্যক্রম। এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৭ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ১২ পয়েন্ট।

এছাড়া একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭১ কোটি ৩৪ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ২০ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সকাল সাড়ে ১০টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ৫ পয়েন্ট। সকাল ১০টা ৪০ মিনিটে সূচক বাড়ে ৬ পয়েন্ট। এরপর থেকে সূচক কমতে থাকে। সকাল ১০টা ৪৫ মিনিটে সূচক বাড়ে ৪ পয়েন্ট। সকাল ১০টা ৫০ মিনিটে সূচক গত কার্যদিবসের জায়গায় অবস্থান করে। অর্থাৎ সূচক বাড়েনি বা কমেনি। সকাল ১০টা ৫৫ মিনিটে সূচক ৬ পয়েন্ট কমে যায়। বেলা ১১টায় ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়ায় ৪ হাজার ৯৬৮ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৬৬ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক এক পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৪৭ পয়েন্টে।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৭১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। একই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তীত রয়েছে ৬৩টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- বাংলাদেশ শিপিং করপোরেশন, ফরচুন সু, মুন্নু স্টাফলারস, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো, ইস্টার্ন ইন্স্যুরেন্স, এসইএমএল এফবিএসএলজিএফ, মুন্নু সিরামিকস, সিলকো ফার্মা, স্ট্যান্ডার্ড সিরামিকস এবং প্রভাতী ইন্স্যুরেন্স।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ১২ পয়েন্ট বেড়ে ৯ হাজার ১৯০ পয়েন্টে, সিএসই-৩০ সূচক এক পয়েন্ট কমে ১৩ হাজার ১১৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১২৯ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো, সিএপিএম বিডিবিএল এমএফ, এসইএমএল এফবিএসএলজিএফ, বিপিএমএল, নিটল ইন্স্যুরেন্স, বিডি ফাইন্যান্স, প্রাইম ব্যাংক, এসএ পোর্ট এবং পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

এ সম্পর্কিত আরও খবর