মরিয়া হয়ে খারাপ কোম্পানিতে ওভার সাবস্ক্রিপশন না করার আহ্বান

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 10:43:24

ইস্যুয়ার থেকে শুরু করে সবাইকে দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার স্বপন কুমার বালা।

তিনি বলেন, ‘বিনিয়োগকারীদের উচিত খারাপ কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন করা থেকে বিরত থাকা। কিন্তু সবাই কেন মরিয়া হয়ে পচা কোম্পানিতে ওভার সাবস্ক্রিপশন করেন?’

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কনফারেন্স কক্ষে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আর এ কারণে কোম্পানিগুলোতে সর্বনিম্ন ২০ গুণ বেশি আবেদন জমা পড়ে। এজন্য খারাপ কোম্পানিগুলোকেও খারাপ বলতে পারি না। কমিশন একটি সিস্টেমের মধ্যে আইপিওর অনুমোদন দিয়ে থাকে। তবে এ মডিউল পরিবর্তন করা দরকার, প্রয়োজনে পরিবর্তন করা হবে।’

ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন, ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশনের সভাপতি শাকিল রিজভী, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ সাদেক এবং ডিএসইর ভারপ্রাপ্ত এমডি আব্দুল মতিন পাটোয়ারী।

অধ্যাপক স্বপন কুমার বালা বলেন, ‘আইপিওর সঙ্গে সংশ্লিষ্ট অনেকগুলো কোম্পানি কোনো শাস্তি পায়নি। বিশেষ করে ক্রেডিট রেটিং কোম্পানিগুলোকে কোনো শাস্তি দিতে দেখিনি। এদের চিহ্নিত করা উচিত। তবে ১৬টি বড় বড় অডিট ফার্মকে জরিমানা করা হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর