পুঁজিবাজারে সূচক বাড়ছে

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 13:31:26

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১ অক্টোবর) সূচক বেড়ে চলছে লেনদেন। এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৬ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ১৭ পয়েন্ট।

এছাড়াও একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭০ কোটি ১০ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ২৬ লাখ টাকা।
ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই


এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ৫ পয়েন্ট। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক বাড়ে ৮ পয়েন্ট। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক বাড়ে ১৮ পয়েন্ট। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ১৬ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ১৭ পয়েন্ট বাড়ে। বেলা ১১টায় ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৯৬৪ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৬২ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৪৩ পয়েন্টে।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৭০ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। একই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯০টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তীত রয়েছে ৬০টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ ১০ কোম্পানির তালিকায় আছে- বাংলাদেশ শিপিং করপোরেশন, বিকন ফার্মা, এসইএএল এফবিএসএল জিএফ, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ন্যাশনাল টিউবস, জেএমআই সিরিঞ্জ, মুন্নু স্টাফলারস, স্টান্ডার্ড সিরামিকস, প্রিমিয়ার ব্যাংক এবং মুন্নু সিরামিকস।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ১৭ পয়েন্ট বেড়ে ৯ হাজার ১৫৭ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ২৭ পয়েন্ট কমে ১৩ হাজার ৫৪ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩০ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭৭ পয়েন্টে অবস্থান করে।
এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতে সিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো-আইএফআইএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ড, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, লিগ্যাসি ফুটওয়্যার, অ্যাপেক্স ফুড, নূরানী ইন্ডাস্ট্রিজ, ইউনিক হোটেল, রেকিট বেঞ্চকিজার, ভিএফএসটিডিএল, কপারটেক এবং রিজেন্ট টেক্সটাইল।

এ সম্পর্কিত আরও খবর