গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ৮৯ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 01:26:43

রাইট শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৮৯ কোটি ৯৯ লাখ ২৩ হাজার ৪২০ টাকা উত্তোলন করবে গোল্ডেন হার্ভেস্ট এগ্রো লিমিটেড। মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় কোম্পানিটিকে ৪:৩টি অর্থাৎ বিদ্যমান ৪টি শেয়ারের বিপরীতে ৩টি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে এ টাকা সংগ্রহের অনুমোদন দেয়।

কমিশনের নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কোম্পানিটি বাজার থেকে ১০ টাকা মূল্যমানের ৮ কোটি ৯৯ লাখ ৩২ হাজার ৩৪২টি শেয়ারের বিনিময়ে এ টাকা উত্তোলন করবে। এ টাকায় ব্যবসা সম্প্রসারণ ও ব্যাংক লোন পরিশোধ করবে।

রাইট শেয়ারের প্রতিবেদন অনুযায়ী ৩০ সেপ্টেম্বর ২০১৮ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.৯৬ টাকা এবং শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬৪ টাকা।

উল্লেখ্য, বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট এ রাইট ইস্যুর ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে।

এ সম্পর্কিত আরও খবর