ডিএসইতে প্রধান সূচক ১৩, সিএসইতে কমেছে ৩ পয়েন্ট

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-27 19:58:25

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সূচক সামান্য কমে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৩ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স কমেছে ৩ পয়েন্ট।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৬ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩০৪ কোটি ২৯ লাখ টাকা। আর সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ৮৯ লাখ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৯ কোটি ৪৯ লাখ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ৮ পয়েন্ট। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক বাড়ে ১২ পয়েন্ট। এরপর থেকে সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক বাড়ে ৫ পয়েন্ট। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ২ পয়েন্ট বাড়ে। এরপর সূচক নেতিবাচক হতে থাকে। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ২ পয়েন্ট কমে যয়। বেলা ১১টায় ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট কমে। বেলা ১২টায় সূচক ৫ পয়েন্ট কমে। বেলা ১টায় ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট কমে যায়। বেলা ২টায় সূচক ১৪ পয়েন্ট কমে এবং বেলা আড়াইটায় লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট কমে ৪ হাজার ৯৩৬ পয়েন্টে অবস্থান করে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক এক পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৫৮ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৩৬ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৬ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

লেনদেন শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ২০৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের দাম।

বুধবার দাম বৃদ্ধির ভিত্তিতে ডিএসই’র শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- বাংলাদেশ সাবমেরিন কেবল, ন্যাশনাল টিউবস, বিকন ফার্মা, সামিট পাওয়ার, গ্রামীণ ফোন, ইস্টার্ন কেবল, মুন্নু স্টাফলারস, জেএমআই সিরিঞ্জ, স্ট্যান্ডার্ড সিরামিকস এবং স্কয়ার ফার্মা।

সিএসই

অন্যদিকে, লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ৩ পয়েন্ট কমে ৯ হাজার ১৩৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসই-৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ১৩৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৭ পয়েন্ট কমে ১৫ হাজার ৪০ পয়েন্টে অবস্থান করে।

লেনদেন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এদিন দাম বাড়ার ভিত্তিতে সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- আইসবিএ অগ্রণী ফার্স্ট, এমারেল্ড অয়েল, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামী, পদ্মা অয়েল, যমুনা অয়েল, স্ট্যান্ডার্ড সিরামিকস, ফার্স্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ড এবং মেঘনা পেট্রোলিয়াম।

এ সম্পর্কিত আরও খবর