রাজধানীর ৬০ ফিট এলাকায় ইয়ামাহার প্লাটিনাম ডিলার ক্রিসেন্ট এন্টারপ্রাইজের নতুন সার্ভিস সেন্টারের উদ্বোধন হয়েছে। বুধবার (২ অক্টোবর) ২২শ বর্গফুট আয়তনের সুবিশাল এই বাইক সার্ভিসিং সেন্টারের উদ্বোধন করা হয়, যেখানে একসাথে ১২টিরও বেশি মোটরসাইকেল সার্ভিসিং করা যাবে।
নতুন এই সার্ভিস সেন্টারটিতে গ্রাহকরা অনলাইন রিজার্ভেশনের মাধ্যমেও সেবা নিতে পারবেন। ইয়ামাহা’র সকল ধরনের জেনুইন পার্টস এর সহজলভ্যতাও নিশ্চিত করবে নতুন এই সার্ভিস সেন্টারটি।
উদ্বোধনী অনুষ্ঠানে ইয়ামাহা মোটর কর্পোরেশনের গ্লোবাল ম্যানেজার মি. তমহিরো তানাকাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।