পুঁজিবাজারে সূচকের ওঠানামা

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 21:16:46

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৭ অক্টোবর) সূচকের ওঠানামা প্রবণতায় চলছে লেনদেন।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১২ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স কমেছে ১২ পয়েন্ট।

এছাড়াও একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪০ কোটি ৬০ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন হয়েছে ৮৬ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ২ পয়েন্ট। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক বাড়ে ১ পয়েন্ট। এরপর সূচক নেতিবাচক হতে থাকে। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক কমে ৪ পয়েন্ট। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ৫ পয়েন্ট কমে। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ২ পয়েন্ট কমে। বেলা ১১টায় ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়ায় ৪ হাজার ৯১২ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৪৩ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৩১ পয়েন্টে।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। একই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তীত রয়েছে ৬৫টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ ১০ কোম্পানির তালিকায় আছে- ন্যাশনাল টিউবস, ওয়াটা কেমিক্যাল, স্ট্যান্ডার্ড সিরামিকস, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, মুন্নু স্টাফলারস, অ্যাটলাস বাংলা, এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফরচুন সু, স্টাইল ক্রাফটস এবং জেএমআই সিরিঞ্জ।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ১২ পয়েন্ট কমে ৯ হাজার ৭৪ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২১ পয়েন্ট কমে ১৪ হাজার ৯৪৪ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতে সিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- আইসিবি ইপিএম ফার্স্ট, অ্যাপেক্স ফুড, আইবি তৃতীয় এনআরবি, জাহিন স্পিনিং, ফার্স্ট জনতা মিউচ্যুয়াল ফান্ড, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, এসপি সিরামিকস, এবিবি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ওয়াটা কেমিকেল এবং ন্যাশনাল ব্যাংক।

 

এ সম্পর্কিত আরও খবর