আলহাজ টেক্সটাইলের কারখানা বন্ধ

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-24 04:13:38

হঠাৎ করেই আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (০৯ অক্টোবর)দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ তথ্য প্রকাশ করা হয়েছে। সুতা বিক্রিতে বাজার পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। 

বাংলাদেশ শ্রম আইনের ১৬(৭) ও ২০(২)(KA) ধারা অনুযায়ী কারখানার কর্মী ও শ্রমিক ছাটাইয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সুতা বিক্রিতে বাজার পরিস্থিতির কোনো উন্নতি কোম্পানিটির কারখানা পুনরায় চালু করা হবে।

ব্যবসায় মন্দার কারণে ১৯৮৩ সালে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের দাম কমছে। বুধবার শেয়ারটির দাম ৫ টাকা কমে ৪৭ দশমিক ৬টাকা থেকে কমে ৪২ দশমিক ৯টাকা বিক্রি হয়েছে। কোম্পানির অবস্থা খারাপ হওয়া উদ্যোক্তা-পরিচালকার শেয়ার বিক্রি করে দিয়েছেন।

বর্তমানে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকের হাতে রয়েছে ১২ দশমিক ৭৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১২ দশমিক ৯৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে বাকি ৭৪ দশমকি২২ শতাংশ শেয়ার।

 

এ সম্পর্কিত আরও খবর