অক্টোবরের শেষে ভারত থেকে পেঁয়াজ আসতে পারে: বাণিজ্য মন্ত্রী

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-24 23:14:25

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘ভারত থেকে পুনরায় পেঁয়াজ আমদানির বিষয়ে আলোচনা হয়েছে। দেশটি পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। ফলে চলতি মাসের শেষ দিকে ভারতে থেকে পেঁয়াজ আসবে, তখন বাজার স্বাভাবিক হয়ে যাবে।’

তিনি বলেন, ‘ভারত অক্টোবরের শেষে পেঁয়াজ রফতানির নিষেধাজ্ঞা তুলে নিতে পারে। ফলে আশা করা যাচ্ছে শিগগিরই পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আসবে। তবে কোন ব্যবসায়ী অসৎ উপায়ে মজুদ করলে সরকার কঠোর অবস্থানে যাবে।’

সোমবার (১৪ অক্টোবর) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘মিয়ানমারে দুইদিন তাদের ধর্মীয় একটি বড় উৎসব যাওয়ায় পেঁয়াজের সরবরাহ বন্ধ ছিল। আর ভারত থেকে তো আসা বন্ধই। আমি দেশে ছিলাম না। আজ সকালে দেশে ফিরেছি। তবে সচিব ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন। রফতানিকারকদের দিয়ে পেঁয়াজ আমদানির চেষ্টা করা হচ্ছে। সমস্যাটা সাময়িক। আমাদের নিজেদের যে সোর্স ছিল সেটা বন্ধ হওয়ার কারণে আমাদের ওপর অনেক চাপ পড়ে গেছে। যাদের উপর নির্ভর করতে হয় সেখান থেকে বন্ধ হলে সমস্যায় পড়তে হয়। ভারতেও পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।’

তিনি বলেন, ‘মিয়ানমারের ঝামেলা মিটে গেছে। এখন সাপ্লাই শুরু হয়ে যাবে। অন্য জায়গা থেকেও আমদানির ব্যবস্থা করা হচ্ছে। আমার মনে হয় সমস্যা বেশি দিন থাকবে না। এ মাসের শেষের দিকে ভারত হয়তো তাদের পেঁয়াজ নিষেধাজ্ঞা তুলে নিতে পারে। এছাড়া নভেম্বরের নিজেদের নতুন পেঁয়াজ না উঠা পর্যন্ত সমস্যাটা থাকবে।

গুদামে পেঁয়াজ পঁচে যাচ্ছে এ বিষয়ে কী পদক্ষেপ নেয়া হচ্ছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের যুগ্ম সচিবের নেতৃত্বে বেশ কয়েকটি কমিটি রয়েছে। তাদের নিয়ে আজ আবার বসবো।’

পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে গঠিত ১০ কমিটি কী করেছে-জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তারা বিভিন্ন বাজারে ও গোডাউনে গিয়েছে। সেখানে তারা দেখেছে কোথাও কোন মজুদ আছে কি না। এছাড়া কেউ অবৈধভাবে মজুদ করার চেষ্টা করেছে কি না। এছাড়া টেকনাফে যেখানে মিয়ানমার থেকে পেঁয়াজ আসছে সেখানেও মনিটরিং করছে।’

মাঝে কিছুদিন দাম কমে আবার কেন পেঁযাজের দাম বাড়লো-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের পেঁয়াজ আমদানির বড় অংশ আসে ভারত থেকে। সেখানে বন্ধ হওয়ার কারণে এক জায়গায় চাপ পড়ে। ব্যবসায়ীরা এ সুযোগটা নিয়েছে। পুরানো এলসির পণ্য বাজারে ঢুকেছে। এ বিষয়ে মিয়ানমারের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন তারা সব এলসি পণ্য ছেড়ে দিবে। আমার ধারণা তারা সব ছেড়ে দিয়েছে। আর মিয়ানমারে বন্ধ হওয়ার সাথে সাথে দেশের বাজারে তার প্রভাব পড়তে পারে না। ব্যবসায়ীরা এ সুযোটা নিয়েছে। এটা ঠিক না ‘

মন্ত্রী বলেন, ‘আমরা শক্ত ব্যবস্থা নিব। আমাদের সমস্যা আছে সমাধানের চেষ্টাও করা হচ্ছে৷ এ ক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতা করা দরকার। এছাড়া সিটি গ্রুপের মতো বড় গ্রুপ গুলোর সঙ্গে আলোচনা হয়েছে তারা বড় আকারে আমদানি করবে।’

শক্ত অবস্থানটা কী হবে এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘কোথাও কেউ যদি মজুদ করে রাখে বা আটকে রাখে। সেটা বাজারে কি পরিমাণ আছে, কেন দাম বাড়াচ্ছে এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে তাদের বিরুদ্ধে জরিমানাসহ নানা ব্যবস্থা নেয়া হবে।’

১৫ দিন আগে বলেছিলেন শিগগিরই পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আসবে কিন্তু সে রকম কোন পরিস্থিতি দেখা যাচ্ছে না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন আমাদের একটু সইতে হবে। কিছুদিনের জন্য কষ্ট করতে হবে। যেহেতু আমাদের উৎপাদনের ঘাটতি রয়েছে। পরের ওপর নির্ভর করতে হচ্ছে ফলে সব অংক আমরা খেলতে পারবো না। পকেটে পকেটে টাকা রেখে আমরা গুনতে পারবো না। আমরা আশা করতে পারি, আমদানি বাড়ানোর। ভারতের রফতানি শুরু না হওয়া পর্যন্ত এ সমস্যাটা থেকে যাবে।’

এ বিষয়ে ভারতের কারো সঙ্গে কথা হয়েছে কী না জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তিনি আমাদের জানিয়েছেন এ মাসের শেষের দিকে উনি আশা করছেন। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো। চেষ্টা করবে এ মাসের শেষ নাগাদ রফতানির নিষেধাজ্ঞা তুলে নিতে। আগামী ২১ অক্টোবর মহারাষ্ট্রে একটা নির্বাচন রয়েছে।তারপর আশা করছি একটা মুভমেন্ট হবে।’

দেশের বাজার সরকার বা বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আছে কী না প্রশ্ন করলে তিনি বলেন, ‘বন্যা হলে আমি কি নিয়ন্ত্রণ করতে পারবো? পারবো না। আমি চেষ্টা করতে পারি সমস্যা থেকে বেড়িয়ে আসার জন্য। সেই চেষ্টাই আমরা করছি।’

মিয়ানমারে সঙ্গে আমাদের স্নায়ুযুদ্ধ হচ্ছে, এর প্রভাব কৃষি পণ্য আমদানি-রফতানিতে পড়বে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাদের সঙ্গে রোহিঙ্গা নিয়ে সমস্যা তাই বলে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়নি। আমরা কিন্তু বাণিজ্যের দুয়ার বন্ধ করিনি। তাদের সঙ্গে সমস্যা হয়েছে আলোচনা মাধ্যমে সমাধান হবে। তাই বলে সব কিছু বন্ধ হয়ে যাবে তাতো নয়।’

এ সম্পর্কিত আরও খবর