হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

, অর্থনীতি

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-23 21:16:57

স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। ফলে আজ সোমবার সকাল থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্যবাহী কোনো ট্রাক আসা-যাওয়া করছে না। খোঁজ নিয়ে জানা গেছে, পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টে যাত্রীরা পারাপার করতে পারবেন। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশন সূত্র জানায়, আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। সারাদেশে যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপিত হচ্ছে। এদিন সরকারি ছুটি থাকায় বন্দরের দুই অংশের ব্যবসায়ীরা পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। একইসঙ্গে বন্ধ রাখা হয় পণ্য লোড-আনলোডও। কাল মঙ্গলবার থেকে পুনরায় শুরু হবে আমদানি-রফতানি কার্যক্রম।

এ সম্পর্কিত আরও খবর