শেয়ারবাজারে সূচক বেড়ে লেনদেন চলছে

, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 00:23:05

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সূচকের ওঠানামা প্রবণতায় চলছে লেনদেন কার্যক্রম। এদিন দুপুর ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৯ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ১৫ পয়েন্ট।

এছাড়া একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১১৫ কোটি ১৭ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৭০ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সকাল সাড়ে ১০টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ৪ পয়েন্ট। এরপর সূচক নেতিবাচক হয়ে যায়। সকাল ১০টা ৪০ মিনিটে সূচক ৩ পয়েন্ট কমে যায়। সকাল ১০টা ৪৫ মিনিটে সূচক গত কার্যদিবসের চেয়ে ১ পয়েন্ট কমে যায়। এরপর সূচক আবার বাড়তে থাকে। সকাল ১০টা ৫০ মিনিটে সূচক ৩ পয়েন্ট বেড়ে যায়। সকাল ১০টা ৫৫ মিনিটে সূচক ১২ পয়েন্ট বাড়ে। বেলা ১১টায় সূচক ১৭ পয়েন্ট বাড়ে। এরপর সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। বেলা সাড়ে ১১টায় সূচক কমে গত কার্যদিবসের অবস্থানে ফিরে আসে। কিন্তু দুপুর ১২টায় সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৭৩৬ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক প্রায় এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৬৫৯ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৭ পয়েন্টে।

এদিন বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১১৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। একই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৬টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- খুলনা পাওয়ার কোম্পানি, প্রিমিয়ার ব্যাংক, মুন্নু স্টাফলারস, ন্যাশনাল টিউবস, বঙ্গজ, যমুনা ব্যাংক, সোনারবাংলা ইনস্যুরেন্স, বিবিএস কেবল, ইস্টার্ন ইনস্যুরেন্স এবং ইউনাইটেড পাওয়ার।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসসিএক্স) ১৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৬২ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮২৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪১২ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা ১২টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতে সিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- গোল্ডেন সন, এমারেল্ড অয়েল, জিবিবি পাওয়ার, রংপুর ফাউন্ড্রি, কেটিএল, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, কেপিসিএল, ইউনিক হোটেল, লিবরা ইনফিউশন এবং ইনফরমেশন সার্ভিসেস।

এ সম্পর্কিত আরও খবর