জনপ্রিয় অনলাইন মার্কেট প্লেস ‘দারাজ’ বাংলাদেশে দ্বিতীয় দফায় আয়োজন করছে ইলেভেন ইলেভেন (১১.১১) ক্যাম্পেইন।
বিখ্যাত আলিবাবা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান দারাজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে এ উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দেয়।
২০০৯ সালে চীনভিত্তিক বিশ্বের বৃহত্তম ই-কমার্স সাইট আলিবাবা গ্রুপ সর্বপ্রথম এ ধরনের ২৪ ঘণ্টার বিকিকিনি উদ্যোগ নিয়েছিল। গত ১১ নভেম্বর বাংলাদেশে প্রথমবার এ ধরনের ক্যাম্পেইন করে দারাজ।
ইলেভেন ইলেভেন (১১.১১) বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপিং ইভেন্ট। যা অ্যামাজন ‘প্রাইম ডে’র তুলনায় প্রায় ১৮ গুণ ও ব্ল্যাক ফ্রাইডের তুলনায় প্রায় আড়াই গুণ বড়। আসছে ১১ নভেম্বর ‘সিঙ্গেল ডে’ প্রচারণায় ক্রেতাদের আবারও আমন্ত্রণ জানিয়েছে দারাজ।
আয়োজকেরা বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, এবারের আয়োজনে এমন কিছু চমক থাকছে যা বাংলাদেশের ই-কমার্স ইন্ডাস্ট্রি আগে কখনোই দেখেনি।
শুধু একদিনের এ বিপণি আয়োজনে ক্রেতাদের জন্য একটি পরিপূর্ণ শপিং অভিজ্ঞতা দিতে দারাজ এখন প্রস্তুত। থাকছে ৭০ লক্ষ্যেরও অধিক পণ্যসম্ভার। সাথে আকর্ষণীয় ডিসকাউন্ট। বিশেষ আকর্ষণে থাকছে হ্যাপি আওয়ার ভাউচার, ১১ টাকা ডিল, প্রি-সেল ডিসকাউন্ট, ১ টাকা গেম, ডাবল টাকা ভাউচার, শেক শেক ভাউচার, রাত ৯টা থেকে ১২টা অবধি বিগ সেল টাইম।
তাছাড়া দারাজ ব্র্যান্ডের বিভিন্ন রকমের পণ্য যেমন মগ, টিশার্ট, চাবির রিংসহ আকর্ষণীয় নানান অফার। এছাড়াও ১১ নভেম্বর বিশেষ বিশেষ ব্র্যান্ডের ওপর বিক্রেতাদের তরফ থেকে থাকছে ফ্রি ডেলিভারি সুবিধা। ক্রেতাদের সুবিধা বিবেচনায় থাকছে ‘প্রি-সেল’ ক্যাম্পেইন। যা একটানা চলবে ১ থেকে ১০ নভেম্বর অবধি। এ সময়ের মধ্যে আগ্রহী ক্রেতারা ১১.১১ ক্যাম্পেইনের চেয়েও কম দামে কিছু নির্ধারিত পণ্য কিনতে পারবেন।
দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, এবারের ১১ নভেম্বর সফল করার জন্য দারাজের সাড়ে তিন হাজার কর্মী এবং পনেরো হাজার বিক্রেতা প্রস্তত থাকছে। সবাইকে সাথে নিয়েই আগের রেকর্ডকেও ছাড়িয়ে যাবে দারাজ।
বাংলাদেশে গত ১১ নভেম্বরে দারাজের ‘ইলেভেন ইলেভেন’ প্রচারণায় ক্রেতারা ২৪ ঘণ্টায় দারাজের মাধ্যমে ৪৫ কোটি টাকারও বেশি কেনাকাটা করেছিল। মাত্র ৩০ মিনিটে কিনে নেওয়া হয় ৬ কোটি টাকার বেশি মূল্যের (POCOPHONE) পণ্যটি। পুরো দিনে ১ লাখ ২০ হাজার অর্ডার রেকর্ড হয়। তাই এবারে দারাজ আরও বৃহৎ পরিসরে ‘ইলেভেন ইলেভেন’ ক্যাম্পেইনের সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
ইলেভেন ইলেভেন ক্যাম্পেইন উপলক্ষে দারাজ (daraz.com.bd) পেমেন্ট পার্টনারদের মাধ্যমে ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক অফার করছে। ১ থেকে ১৫ নভেম্বর সময়ে ব্র্যাক ব্যাংক ক্রেডিট কার্ডে লেনদেনে থাকবে ১৫% পর্যন্ত মূল্যছাড় (ক্যাপ: ১ হাজার টাকা)। এছাড়া ইউসিবি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক এবং ঢাকা ব্যাংক ক্রেডিট কার্ডে লেনদেনে থাকবে ১৫% পর্যন্ত মূল্যছাড় (ক্যাপ: ২ হাজার টাকা)। তাছাড়া দারাজে ১১ থেকে ১৫ নভেম্বর সময়ে বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে থাকছে সর্বোচ্চ ১৫% (প্রতি কাস্টমার সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত, প্রতিদিন ৩০০ টাকা পর্যন্ত) ক্যাশব্যাক সুবিধা।