তিন প্রতিষ্ঠানের ৪৮ লাখ টাকার চালান জব্দ

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-14 07:24:37

আইসিডি কাস্টম হাউসে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর ৪৮ লাখ ১২ হাজার ৪০০ টাকার ৩টি পণ্যের চালান আটক করেছে।

রোববার (২৭অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমদানিকারক এসএস ইন্টারপ্রাইজ, এ এন জেড স্পেলেনডিড প্লাস ও অপূর্ব সুজের চালান ৩টি খালাস সাময়িক স্থগিত করা হয়। এরপর শুল্ক গোয়েন্দা ৩টি চালানের কায়িক পরীক্ষা করে।

কায়িক পরীক্ষায় দেখা যায়, চালান ৩টির শুল্ক করাদির পরিমান ১৫ লাখ ৪৩ হাজার ৩০৯ টাকা ১৬ পয়সা। আর ফাঁকিকৃত শুল্ককরাদির পরিমান ৩২ লাখ ৬৯ হাজার ৯০ টাকা ৯০ পয়সা।

শুল্ক করসহ ৩টি পণ্য চালালের সর্বমোট মূল্য ৪৮ লাখ ১২ হাজার ৪০০ টাকা। চালান ৩টির ফাঁকিকৃত রাজস্ব আদায় এবং আইনানুগ অন্যান্য ব্যবস্থা গ্রহণের জন্য আইসিডি কাস্টম হাউসে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর