দেশে নির্মাণের ঝড় চলছে: পরিকল্পনা মন্ত্রী

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 18:43:06

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আমরা যেখানেই যাই সেখানেই চোখে পড়ে শুধু নির্মাণ আর নির্মাণ। বাংলাদেশে বর্তমানে যে নির্মাণ শিল্পের ঝড় উঠেছে তার প্রমাণ পাই রাস্তায় বের হলেই। নির্মাণ কাজের জন্য রাস্তায় পড়ে থাকতে দেখা যায় রড, সিমেন্ট, পাথর,বালিসহ নির্মাণ সরঞ্জাম। এসব দিয়েই তৈরি হচ্ছে বড় বড় বিল্ডিং।’

রোববার (৩ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (আইএবি) আয়োজিত নির্মাণ মেলা-২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘শুধু নির্মাণ শিল্পেই যে ঝড় উঠেছে তা নয়। অন্যান্য ক্ষেত্রেও আমরা এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণেও বড় ঝড় উঠেছে।’

তিনি বলেন, ‘বর্তমানে স্থাপত্যবিদ্যার বিষয়ে জানবার অনেক সুযোগ তৈরি হয়েছে। আগে এ সুযোগটি ছিল না। নির্মাণ যে একটি শিল্প এখন মানুষ এটি বুঝতে পেরেছে। আমি নিজেই এই সেক্টরের কোন অভিজ্ঞ ব্যক্তি নই তারপরেও এই ধরনের প্রোগ্রামে এসে কাজের ক্ষেত্রে অনেক কিছু জানতে পারি।’

অতিথিদের উদ্দেশে মন্ত্রী বলেন,‘নির্মাণ মেলা-২০১৯ উপলক্ষে দেশ-বিদেশের অনেক অতিথি এসেছেন। এই মেলার মাধ্যমে এক দেশ আরেক দেশের স্থাপত্য সম্পর্কে জানতে পারবেন। তৈরি হবে আপনাদের মধ্যে ভালো বন্ধুত্ব।’

নির্মাণ মেলা-২০১৯ এর উদ্বোধন করা হচ্ছে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

আর্কিটেক্টস রিজিওনাল কাউন্সিল এশিয়ার (আর্কেএশিয়া) প্রেসিডেন্ট রিটা সোহ বলেন, ‘বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে উন্নত মানের মেটেরিয়াল ব্যবহার করতে হবে। তা না হলে বিল্ডিংয়ের স্থায়িত্ব দীর্ঘদিন হবে না। বর্তমানে বিল্ডিং নির্মাণের জন্য উন্নত প্রযুক্তির মেটেরিয়াল পাওয়া যায়। এসব মেটেরিয়াল ব্যবহারের ফলে যেকোনো বিল্ডিংয়ের স্থায়িত্ব বাড়বে।’

আলোচনা অনুষ্ঠান শেষে ফিতা কেটে তিন দিনব্যাপী নির্মাণ শিল্প মেলা উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এসময় তিনি মেলায় অংশ নেওয়া স্টলগুলো ঘুরে দেখেন। এবারের মেলায় ৭৮টি স্টল রয়েছে। ২১টিরও বেশি দেশ মেলায় অংশ নিয়েছে। আগামী ৫ নভেম্বর পর্যন্ত চলবে এই নির্মাণ মেলা।

নির্মাণ মেলা-২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে আইএবির সভাপতি জালাল আহমেদ, সাবেক সভাপতি মোবাশ্বের হোসেন, আর্কেএশিয়া ফোরাম-২০ এর আহ্বায়ক ড. আবু সাঈদ এম. আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর