ডিএসইতে সূচক কমেছে ৪২ পয়েন্ট

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 06:29:52

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১৩ নভেম্বর) সূচক ও লেনদেনের পরিমাণ কমেছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪২ পয়েন্ট। গত কার্যদিবসে কমেছিল ২ পয়েন্ট। এছাড়া ডিএসইতে লেনদেন কমেছে ৩ কোটি টাকা।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসের হয়েছিল ৩৯২ কোটি ৫০ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের মধ্যে ডিএসইতে লেনদেন কমেছে ৩ কোটি টাকা।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ৩ পয়েন্ট। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক ১ পয়েন্ট বাড়ে। এরপর সূচক একটানা কমতে থাকে। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক গত কার্যদিবসের চেয়ে ৩ পয়েন্ট কমে। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ৪ পয়েন্ট কমে। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ১২ পয়েন্ট কমে। বেলা ১১টায় সূচক ৯ পয়েন্ট কমে। বেলা সাড়ে ১১টায় সূচক ২২ পয়েন্ট কমে এবং বেলা ১২টায় সূচক ৬ পয়েন্ট কমে। বেলা ১টায় সূচক কমে ২৫ পয়েন্ট, বেলা ২টায় সূচক ৩১ পয়েন্ট কমে এবং বেলা আড়াইটায় লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৪২ পয়েন্ট কমে ৪ হাজার ৭৩৭ পয়েন্টে অবস্থান করে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৪৭ পয়েন্টে। তবে ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৭ পয়েন্টে।

লেনদেন শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ২৩৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের দাম।

বুধবার দাম বৃদ্ধির ভিত্তিতে ডিএসই’র শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- সোনারবাংলা ইন্স্যুরেন্স, ন্যাশনাল টিউবস, রেনেটা, ওয়াটা কেমিক্যাল, কেপিসিএল, গ্লোবাল ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড সিরামিকস, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ সাবমেরিন কেবল।

সিএসই

অন্যদিকে, লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৬৮ পয়েন্ট কমে ৮ হাজার ৭৬০ পয়েন্টে অবস্থান করছে। সিএসই-৩০ সূচক ৩৬ পয়েন্ট কমে ১২ হাজার ৭৬৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১১৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৪১৬ পয়েন্টে অবস্থান করে।

লেনদেন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এদিন দাম বাড়ার ভিত্তিতে সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- মতিন স্পিনিং, ডেল্টা স্পিনিং, মোজাফফর হোসেন স্পিনিং মিল, সমতা লেদার, তসরিফা ইন্ডাস্ট্রিজ, পিপলস ইন্স্যুরেন্স, ইউনাইটেড এয়ার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এবং সি পার্ল হোটেল।

এ সম্পর্কিত আরও খবর