৯ আয়কর মেলায় সেবা পেল ৬১ লাখ মানুষ

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-23 06:13:32

দিনদিন জনপ্রিয়তা পাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডর(এনবিআর) আয়কর মেলা। ২০০৯ সাল থেকে শুরু হওয়া মেলায় সরকার রাজস্ব আহরণ হয়েছে ১৩ হাজার ১ কোটি টাকার বেশি। এময়ে ৬১ লাখ ৩৪ হাজার ৩৯১জন মানুষ বিভিন্ন ধরনের সেবা নিয়েছে।

সেবা নেওয়ার পাশাপাশি মেলায় একই সময়ে রিটার্ন দাখিল করেছেন ১৬ লাখ ৭২ হাজার ৭২৭ ব্যক্তি এবং প্রতিষ্ঠান। আর তাতে নতুন করে টিআইএন খুলেছেন ২ লাখ ৭২ হাজার ১৪৮জন। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।

জাতীয় রাজস্ব বোর্ড প্রত্যাশা করছে, এবারের মেলায় ৩ হাজার কোটি টাকার রাজস্ব আহরণ হবে। আগামী অর্থ বছরের বাজেটের ৪০ শতাংশ অবদান রাখেবে। পাশপাশি বাড়েব রিটার্ন দাখিল এবং সেবা নেয়ার প্রবণতা।

সংস্থাটি বলছে, আয়করের মতো কঠিন বিষয়কে নিয়ে মেলার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড জনসেবার ক্ষেত্রে নতুন মাইলফলক তৈরি করেছে।

এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, বাঙালি জাতির উৎসবমুখী চিরায়ত সামাজিক জীবনের সঙ্গে মিশে আছে আয়কর মেলা। করদাতারা এই মেলায় এসে উৎসবের আমেজে আয়কর দেওয়ার সুযোগ পাচ্ছেন। তার মতে, আয়কর মেলার অর্জন অনেক। আয়কর মেলা চালুর ফলে প্রতি বছরই কর দেওয়া মানুষের সংখ্যা বাড়ছে। রিটার্ন জমার পরিমাণ বাড়ছে। আদায় বাড়ছে। নতুন টি-আইন ইস্যুর সংখ্যাও বাড়ছে।

এনবিআর সূত্র মতে, ২০১০ সালে মেলা থেকে ১১৩ কোটি টাকা। পরের বছর ২০১১ সালে আয়কর মেলা থেকে আদায় হয় ৪১৪ কোটি টাকা। তার পরের বছর ২০১২ সালে আদায় হয় ৮৩১ কোটি টাকা। ২০১৩ সালে আদায় হয় ১ হাজার ১১৭ কোটি টাকা। ২০১৪ সালে মেলা থেকে আদায় হয় এক হাজার ৬৭৫ কোটি টাকা। ২০১৫ সালের মেলা থেকে ২ হাজার ৩৫ কোটি টাকা আদায় করে এনবিআর। ২০১৬ সালে ২ হাজার ১২৯ কোটি, ২০১৭ সালে ২ হাজার ২১৭ কোটি টাকা এবং ২০১৮ সালে আয় মেলা থেকে আদায় হয়েছে প্রায় ২ হাজার ৪৬৯ কোটি টাকা। অর্থাৎ গত ৯টি মেলা থেকে ১৩ হাজার কোটি টাকারও বেশি অর্থ আদায় করেছে এনবিআর।

রাজস্ব আদায়ের সংস্থাটি বলছে, রাষ্ট্রের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রয়োজনে জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করার পাশাপাশি সামাজিক ন্যায়বিচার ও সমতা নিশ্চিত করতে আয়কর বিভাগ কাজ করে যাচ্ছে।

বিষয়টি নিয়ে মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, আয়কর কেবল রাজস্ব আহরণের প্রধান খাত নয়, এটি অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠারও কার্যকরী মাধ্যম।

এনবিআর বলছে, মেলায় কর আদায়ের পাশাপাশি রিটার্ন দাখিলের সংখ্যা বেড়েছে। ২০১০ সালে আয়কর মেলায় মাত্র ৫২ হাজার ৫৪৪ জন রিটার্ন দাখিল করেছিল। গতবছর (২০১৮) আয়কর মেলায় রিটার্ন দাখিল করেছে ৪ লাখ ৮৭ হাজার ৫৭৩ জন। ২০১৭ সালে আয়কর মেলায় রিটার্ন দাখিল করেছিলেন ৩ লাখ ৩৫ হাজার ৪৮৭ জন ব্যক্তি।

মোশাররফ হোসেন ভূঁইয়া বলছেন, আয়কর মেলার কারণে করদাতাদের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ বেড়েছে। অনেকেই এখন স্বেচ্ছায় আয়কর দিতে আসছেন। আয়কর রিটার্ন দাখিল করার ক্ষেত্রে অন্যের ওপর যাদের নির্ভরশীলতা ছিল প্রতি বছর মেলা হওয়ার কারণে সেটা কমে এসেছে। অনেকেই নিজের আয়কর রিটার্ন নিজেই পূরণ করতে পারছেন। কর সম্পর্কে অস্পষ্টতা ও ভয়ভীতি অনেক ক্ষেত্রে কেটে গেছে। এভাবে প্রতি বছর মেলা চলতে থাকলে অদূর ভবিষ্যতে অস্পষ্টতা ও ভয়-ভীতি একেবারেই থাকবে না বলেও মনে করেন তিনি।

এদিকে, করসেবা আরও সহজবোধ্য ও করসেবা করদাতার দোরগোড়ায় পৌঁছে দিতে একটি ওয়েবসাইটও চালু করেছে এনবিআর। www.aykormela.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে করদাতারা ‘ওয়ান স্টপ’ সেবা পাবেন।

এ সম্পর্কিত আরও খবর