মেলায় ২৯৩ কোটি টাকা কর দিল ২১ প্রতিষ্ঠান

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-24 23:25:22

আয়কর মেলার ব্যাংক ও বিমাসহ মোট ২১ কোম্পানি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছে চেক ও পে-অর্ডার জমা দিয়েছে।

বুধবার (২০ নভেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে ‘আমরা স্বাবলম্বী হব সকলে কর দেব’ শীর্ষক অনুষ্ঠানে সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন, মেলার কমিটির প্রধান ও এনবিআরের সদস্য কালি পদ হালদারসহ এনবিআরের উর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ১০ কোটি টাকা কর প্রদান করে

প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যাংক খাতের প্রতিষ্ঠান- আইএফসি ব্যাংক আয় কর বাবদ ৫০ কোটি টাকার চেক হস্তান্তর করেছে। ট্রাস্ট ব্যাংক ২৫ কোটি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ১০ কোটি,  মধুমতি ১০ কোটি, যমুনা ব্যাংক ১০ কোটি, ন্যাশনাল ব্যাংক ২০ কোটি, ডাচবাংলা ব্যাংক ২০ কোটি, প্রাইম ব্যাংক ১০ কোটি, সিটি ব্যাংক ২০ কোটি টাকা, স্ট্যান্ডার্ড ব্যাংক ১০ কোটি, ঢাকা ব্যাংক ১৫ কোটি, আল আরাফাহ ইসলামী ব্যাংক ১০ কোটি, ব্যাংক এশিয়া ১০ কোটি, পূবালী ব্যাংক ১০ কোটি, উত্তরা ব্যাংক, ১০কোটি, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ১০কোটি, ব্রাক ব্যাংক ১০কোটি টাকার চেক ও পে- অর্ডার জমা দিয়েছে।

 আল আরাফাহ ইসলামী ব্যাংক ১০ কোটি টাকা কর প্রদান করে

এছাড়াও সাধারণ বিমা করপোরেশন ১০ কোটি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ২০ কোটি, বেক্সিমকো লিমিটেড ২ কোটি এবং হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস ১ কোটি টাকার চেক ও পে-অডার জমা দিয়েছে।

এর আগের মেলার প্রথম দিন ইসলামী ব্যাংক লিমিটেড, গ্রামীণফোন এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো ৩০০ কোটি টাকার কর আদায় করেছে।

অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, আমাদের লক্ষ্য আয়কর প্রধানে যাদের সামর্থ্য আছে তাদের উদ্বুদ্ধ করা। সবাইকে সম্পৃক্ত করার পাশাপাশি জনগণ যেন নৈতিক দায়িত্ব থেকেই কর দেন সেই সচেতনতা জাগ্রত করা।

তিনি বলেন, আজকে যারা কর দিয়েছেন তাদের করের পরিমাণ আরও অনেক বেশি। তারা অতিঅল্প সময়ের মধ্যে আমাদের ডাকে সাড়া দিয়ে করে অংশ জমা দিয়েছেন। 

এ সম্পর্কিত আরও খবর