আসছে মেঘনা গ্রুপের পেঁয়াজ

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

নিউজ ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 21:01:34

পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে সরকার ও ভোক্তা সাধারণের পাশে এসে দাঁড়িয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।

শুক্রবার (২২ নভেম্বর) তার্কিশ এয়ারলাইন্সে পেঁয়াজের প্রথম চালান ঢাকা এসে পৌঁছাবে। উড়োজাহাজে মেঘনা গ্রুপের পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে।

এছাড়া ১ ডিসেম্বর থেকে মেঘনা গ্রুপের প্রায় ১২ থেকে ১৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ সমুদ্র পথে জাহাজে করেও চট্টগ্রাম বন্দরে আসা শুরু হবে। যা পরবর্তীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কে হস্তান্তর করা হবে।

মেঘনা গ্রুপের এমন উদ্যোগে পেঁয়াজের বাজার স্বাভাবিক হবে এবং জনমনে স্বস্তি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল।

এছাড়াও লবণ নিয়ে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা নিয়ন্ত্রণ করার জন্য মেঘনা গ্রুপ সরকারের সকল স্তরের প্রশাসন, অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠান, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের সাথে সক্রিয় সহযোগিতার মাধ্যমে সংকট উত্তরণে কার্যকর ভূমিকা রেখেছে।

ফলে ভোক্তা সাধারণের আস্থায় মেঘনা গ্রুপের লবণ ‘ফ্রেশ’ ও ‘নাম্বার ওয়ান’ ব্র্যান্ড ভালবাসা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে।

এ সম্পর্কিত আরও খবর