‘জিপিএইচ এর নতুন প্লান্ট এশিয়ার দৃষ্টান্ত হবে’

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

নিউজ ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 07:48:51

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী বলেছেন, জিপিএইচ ইস্পাতের নতুন প্লান্ট প্রযুক্তি ও প্রকৌশলগত দিক দিয়ে এশিয়ার প্রথম দৃষ্টান্ত হবে।

রোববার (২৪ নভেম্বর) চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরাস্থ জিপিএইচ ইস্পাতের নতুন প্লান্ট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বুয়েটের শিক্ষকবৃন্দ যথাক্রমে ড. খান মাহমুদ আমানাত, ড. এ এফ এম সাইফুল আমিন, ড. রাকীব আহসান, ইউনাটেড গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। সকালে প্লান্ট এলাকায় পৌঁছালে জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মাদ জাহাঙ্গীর আলম, জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান আলমগীর কবির এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল তাদের স্বাগত জানান।

পরবর্তীতে মতবিনিময়কালে জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মাদ জাহাঙ্গীর আলম বলেন, কিংবদন্তিতুল্য প্রকৌশলী অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী প্লান্ট পরিদর্শনে আমরা ধন্য। তাঁর পরামর্শ ও অভিজ্ঞতা আমাদের আগামীযাত্রা পথের পাথেয় হয়ে থাকবে।

জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান মোহাম্মাদ আলামগীর কবির বলেন, গ্রাহকদের চাহিদা ও মান অনুযায়ী বিশুদ্ধ রড উৎপাদন পূর্বক সরবরাহ করার সকল সক্ষমতা আমাদের রয়েছে।

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ আলমাস শিমুল বলেন, অতীতেও আমরা বুয়েটের বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছি এবং তা অব্যাহত রয়েছে। আমরা বুয়েটের সঙ্গে যৌথভাবে ল্যাব স্থাপন করেছি।

এ সম্পর্কিত আরও খবর