তাইপে ইনভেস্টমেন্ট সামিটে বিশাল বিনিয়োগ সম্ভাবনা

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-20 11:03:42

তাইপে ইনভেস্টমেন্ট সামিট ২০২০ থেকে বাংলাদেশে ২০ দশমিক ৮ বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা রয়েছে। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) স্থানীয় এক হোটেলে এফবিসিসিআই ও কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (সিএসিসিআই) যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম এবং সিএসিসিআই সভাপতি মি. সামির মোদি উপস্থিত ছিলেন।

এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, এই প্রথমবারের মত বাংলাদেশে সিএসিসিআই সম্মেলন অনুষ্ঠিত হল। এর মাধ্যমে বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে যে নেটওয়ার্ক তৈরি হয়েছে, তাতে খুব শিগগিরই একটি বড় বিনিয়োগ আসতে চলেছে।

এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, তাইপে ইনভেস্টমেন্ট সামিটে ইনফাস্ট্রাকচার, হসপিটালিটি, মোটরবাইকের বাই পার্টস লিংকেজসহ অন্যান্য ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ হবে। এই বিনিয়োগ বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে হবে৷

এফবিসিসিআই এবং কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিএসিসিআই) যৌথভাবে 'তাইপে ইনভেস্টমেন্ট সামিট ২০২০' আয়োজন করবে।

এ সম্পর্কিত আরও খবর