এডিবির নতুন প্রেসিডেন্ট মাসাৎসুগু আসাকাওয়া

ব্যাংক বীমা, অর্থনীতি

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 00:42:58

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর বিশেষ উপদেষ্টা মাসাৎসুগু আসাকাওয়া।

সোমবার (২ ডিসেম্বর) এডিবির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বর্তমান প্রেসিডেন্ট তোহিকো নাকাওয়ে আগামী বছরের ১৬ জানুয়ারি তার দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন। এরপর ৬১ বছর বয়সী মাসাৎসুগু আসাকাওয়া ২০ জানুয়ারি তোহিকো নাকাওয়ের কাছ থেকে দশম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব বুঝে নেবেন।

এডিবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান দক্ষিণ কোরিয়ার উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী হং নাম-কি বলেন, বৈশ্বিক আর্থিক ও উন্নয়ন খাতে আসাকাওয়ার ব্যাপক ও বৈচিত্র্যময় অভিজ্ঞতা সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক, স্থিতিশীল ও টেকসই এশিয়া ও প্রশান্ত মহাসাগর গঠনে লক্ষ্যের দিকে এডিবিকে ভালোভাবে পরিচালিত করবে।

আসাকাওয়া আন্তর্জাতিক বিষয়ক উপ-অর্থমন্ত্রীসহ জাপানের অর্থ মন্ত্রণালয়ে একাধিক পদে অধিষ্ঠিত ছিলেন।

 

এ সম্পর্কিত আরও খবর