জায়নামাজ আকৃতির টাইলস নিয়ে এলো ডিবিএল

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 22:15:09

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষের চাহিদা মত আধুনিক ও উন্নতমানের ‘ডাবল লেয়ার টাইলস, সুগার ইফেক্স এবং জায়নামাজ আকৃতির ২ ফুট বাই ৪ ফুট নতুন সিরামিক পণ্য বাজারে নিয়ে এসেছে ডিবিএল সিরামিকস লিমিটেড। নতুন উদ্ভাবনীর জন্য ২০১৭ সালে যাত্রা শুরু হওয়া এই প্রতিষ্ঠানটি এরই মধ্যে সিরামিক খাতে জনপ্রিয় হয়ে উঠছে। গতবছর অনুষ্ঠিত সিরামিক এক্সপোতে সেরা স্টলের পুরস্কার পেয়েছে।

মেলাতে আসা দর্শনার্থীরা দেখছেন টাইলস

শনিবার (৭ ডিসেম্বর) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত মেলাতে ঢুকতেই প্রথমেই চোখ পড়ে ডিবিএল এর স্টল। ছোট-বড় বাসার পাশাপাশি স্টেডিয়াম, হাসপাতাল, বিয়ে পার্টি, স্কুল-কলেজ এবং মসজিদের জন্য আনা নানা ধরনের টাইলস দিয়ে সাজানো হয়েছে মেলার নবরাত্রী হলের স্টলটি। চোখ জুড়ানো সব ডিজাইনে সাজিয়ে রাখা হয়েছে টাইলস। ক্রেতারাও টাইলসগুলোর গুণগতমান ও বিশেষত্ব জানতে চাচ্ছেন। দাম কম হওয়ায় অনেকে অর্ডার দিচ্ছেন। সর্বনিন্ম ৩৫ টাকা থেকে সর্বোচ্চ ১৫০ টাকা বর্গফুটে বিক্রি হচ্ছে ডিবিএলের দেশি টাইলসগুলো। আর বিদেশি টাইলসগুলো বিক্রি হচ্ছে ৩০০ টাকা থেকে ১২০০ টাকা প্রতি বর্গফুট।

প্রদর্শনীর জন্য রাখা হয়েছে টাইলস

নতুন এই টাইলসগুলোর মধ্যে একটি হলো-‘টেকনিক্যাল পোরসেলিন’ টাইলস। এইটি ‘অ্যান্টি স্লিপার’(পা পিছলে পড়া থেকে রক্ষা করে)। এই টাইলসের পানি শোষণ ক্ষমতা দশমিক শূন্য ৫ শতাংশ। অনান্য টাইলসের তুলায় কম পানি শোষণের ফলে স্লিপ করে না। ফলে বাথরুম, বিমানবন্দর, হাসপাতাল কিংবা যেকোনো জায়গায় ব্যবহার হলেও পড়ে যাবে না। এগুলোর স্থায়ীত্বও অনেক বেশি।

‘ডাবল লেয়ার’ টাইলস। এই টাইলস সহজে ক্ষয় হয় না। টিকে অনেক দিন। এই টাইলসের ধারন ক্ষমতা অনেক বেশি।মার্কেটের নরমাল টাইলস থেকে বিভিন্ন।

এছাড়াও রয়েছে ‘সুগার ইফেক্ট টাইলস’। এই টাইলস দেশের ইতিহাসে প্রথম। এটি দানাদার টাইপের দেখতে চিকচিক করে। একেক সময় একেক রং ধারণ করে।

দর্শনার্থীদের টাইলস সম্পর্কে খুঁটিনাটি প্রশ্নের উত্তর দিচ্ছেন হেড অব সেলস এম আবু হাসিব রন 

সার্বিক বিষয়ে ডিবিএল সিরামিকের হেড অব সেলস এম আবু হাসিব রন বার্তা২৪.কমকে বলেন, ২০১৭ সালের মার্চ থেকে যাত্রা শুরু করা ডিবিএল এখন গ্রাহকদের পছন্দের প্রথম সারিতে উঠে এসেছে। আমাদের পণ্যগুলো প্রিমিয়াম পণ্য। ইটালি ও স্পেনের ডিজাইনার দিয়ে আমার পণ্যের ডিজাইন করি।সিরামিকের জন্য প্রসিদ্ধ দেশে ইতালি ও স্পেন থেকে কাঁচামাল ও মেশিনারিজও আমদানি করি।

তিনি বলেন, দ্রুত আমাদের মার্কেট পাওয়ার মুলমন্ত্র হচ্ছে- মানুষের কাছে আমরা ব্যতিক্রমী ডিজাইন এনেছি। পণ্যের বৈচিত্র এনেছি। মানুষ গ্রহণ করেছে। বাংলাদেশের মত প্রাইস সেন্সেটিভ মার্কেটে প্রিমিয়ার সেগমেন্টে অপারেট করা খুবই কঠিন। আর তা আমরা করতে পেরেছি। সবাই ডিবিএলকে পছন্দও করেছে। দেশের যেকোনো স্থান থেকে ক্রেতারা কিনতে পারবেন।

দর্শনার্থীরা ঘুরে দেখছেন টাইলস

নতুন পণ্যের বিষয়ে ডেপুটি জেনারেল ম্যানেজার বায়েজিদ বাশার বলেন, কাস্টমারদের চাহিদা অনুসারে মসজিদগুলোর জন্য জায়নামাজর আকৃতির এই প্রথম আমরা ২ ফুট আর ৪ ফুট পণ্য বাজারে নিয়ে এসেছি। এছাড়াও দৈর্ঘ্য ও প্রস্থ সবদিকে ২৪ ফুট বাই ২৪ ফুট (২৪+২৪) পণ্য বাজারে এনেছি। কাস্টমাররা এখন আবার বলছে আরও বড় পণ্য।

ডাবল লেয়ার টাইলস, এটি ব্যবহার হয় অধিক মানুষ যেখানে থাকেন। যেমন বিভিন্ন বিয়ে সেন্টার, অফিস-আদালত, হাসপাতাল, বিমানবন্দর, শপিংমল।

বাশার বলেন, আমরা বাংলাদেশের মানুষকে ভালো কিছু পণ্য উপহার দিতে চাই। তাদের কাছে ভালো জিনিস পৌঁছে দেওয়ায় আমাদের লক্ষ্য।

এ সম্পর্কিত আরও খবর