সরবরাহ কমায় উর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার

, অর্থনীতি

সেন্ট্রাল ডেস্ক ৪ | 2023-08-22 03:08:45

যুক্তরাষ্ট্রে সরবরাহ কমে আসায় ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। গত বুধবার পণ্যটির দাম বেড়ে সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। খবর মার্কেটওয়াচ। নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) মে মাসে সরবরাহ চুক্তিতে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে ২ দশমিক ৬ শতাংশ। এদিন পণ্যটির দাম টনপ্রতি ১ দশমিক ৬৩ ডলার বেড়ে ৬৫ দশমিক ১৭ ডলারে লেনদেন হয়। আইসিইতে মে মাসে সরবরাহ চুক্তিতে ব্রেন্টের দাম বেড়েছে ৩ শতাংশ। এদিন পণ্যটির দাম টনপ্রতি ২ দশমিক শূন্য ৫ ডলার বেড়ে ৬৯ দশমিক ৪৭ ডলারে লেনদেন হয়। ডব্লিউটিআই ও ব্রেন্ট উভয় পণ্যের দামই ফেব্রুয়ারির প্রথম ভাগের পর থেকে সর্বোচ্চ অবস্থানে আছে। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) জানিয়েছে, ১৬ মার্চ শেষ হওয়া সপ্তাহে দেশটিতে জ্বালানি তেলের সরবরাহ ২৬ লাখ ব্যারেল কমেছে। এসঅ্যান্ডপি গ্লোবাল প্লাটসও সরবরাহ ২৬ লাখ ব্যারেল কমতে পারে বলে প্রাক্কলন করেছিল। তবে আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট সরবরাহ ২৭ ব্যারেল কমতে পারে বলে জানিয়েছিল। ক্লিপারডাটার পণ্যবাজার গবেষণা বিভাগের পরিচালক ম্যাট স্মিথ বলেন, অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহে মৌসুমবহির্ভূত পতন দেখা গেছে। অন্যদিকে পরিশোধনাগারের সংখ্যা বেড়েছে। তবে কমেছে আমদানি। তিনি বলেন, পরিশোধন বাড়লেও চাহিদার কারণে দেখা যাবে গ্যাসোলিন ও ডিস্ট্রিলেটের মজুদও কমেছে। ইআইএ জানিয়েছে, গত সপ্তাহে গ্যাসোলিনের মজুদ কমেছে ১৭ লাখ ব্যারেল। এছাড়া ডিস্ট্রিলেটের মজুদ ২০ লাখ ব্যারেল কমেছে। এসঅ্যান্ডপি গ্লোবাল প্লাটস উভয় পণ্যের মজুদ ১৮ লাখ ব্যারেল করে কমতে পারে বলে প্রাক্কলন করেছিল। নিমেক্সে এপ্রিলে সরবরাহ চুক্তিতে গ্যাসোলিনের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এদিন পণ্যটি গ্যালনপ্রতি ২ দশমিক শূন্য ১২ ডলারে লেনদেন হয়। এপ্রিলে সরবরাহ চুক্তিতে হিটিং অয়েলের দাম বেড়েছে ২ দশমিক ৮ শতাংশ। এদিন পণ্যটির গ্যালনপ্রতি ২ দশমিক শূন্য শূন্য ৪ ডলারে লেনদেন হয়।

এ সম্পর্কিত আরও খবর