হালকা বৃষ্টিতে দিশাহারা বিক্রেতারা

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 18:45:43

ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়েছে রাজধানীজুড়ে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মানুষজনও তাই অনেকটা গৃহবন্দী সময় কাটিয়েছেন বসাবাড়িতে।

এ কারণে শুক্রবার (৩ জানুয়ারি) বাণিজ্যমেলায় প্রত্যাশিত দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায়নি। তবে দর্শনার্থীদের প্রত্যাশায় বিক্রেতারা ঠিকই স্টল খুলে বসেছিলেন।

শীতের বৃষ্টি যেন কাঁপন ধরিয়ে দিয়েছে ব্যবসায়ীদের! বেশ কয়েকটি স্টল ঘুরে দেখা গেছে বৃষ্টির পানিতে ভিজে একাকার দশা। ভিজে যাওয়া পণ্য শুকাতে দিয়েছেন তারা।

জয়িতা ফাউন্ডেশনের প্যাভিলিয়নে গিয়ে দেখা গেছে কয়েকটি স্টলের সমস্ত কাপড় রাস্তায় নামিয়ে শুকানোর জন্য দাঁড়িয়ে আছেন বিক্রেতারা। তার পাশেই এশিয়ান ফেব্রিক্সের বিক্রয় প্রতিনিধিরা হাতে কাপড় নিয়ে দাঁড়িয়ে রয়েছেন।

একই অবস্থা পাট জাতীয় পণ্যের দোকানেও। বাংলাদেশ জুট মিলসের স্টলের সামনে দেখা গেছে টেবিল কাভার, পাপোশ, ব্যাগ রাস্তায় শুকাতে দেওয়া হয়েছে।

বৃষ্টিতে সাপ্তাহিক ছুটির দিনেও জমেনি বাণিজ্যমেলা | ছবি: শাহরিয়ার তামিম

জয়িতা ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপক রোকনুজ্জামান বার্তা২৪.কমকে বলেন, আসলে আমরা যাদের মাধ্যমে স্টলটি নিয়েছি তারা সময় স্বল্পতার কারণে ঠিকমত স্টল বানাতে পারেনি। যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয়নি। রাতে হঠাৎ করে বৃষ্টি হওয়ায় আমাদের প্যাভিলিয়নের কাপড় ভিজে গেছে। যারা বানিয়েছে তারা দুঃখ প্রকাশ করেছে, ওরা বলেছে ঠিক করে দেবে। কিন্তু যা ক্ষতি হবার হয়ে গেল!

জয়িতা ফাউন্ডেশনের ২৫ নম্বর স্টলের কবির হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগে তো কারো হাত নেই। তারপরেও যারা স্টল নির্মাণ করেছে তারা গুরুত্ব দিয়ে কাজ করেনি। এখন দুঃখ প্রকাশ করলে কী হবে? আমাদের তো ক্ষতি হয়ে গেল!

এশিয়ান ফেব্রিক্সের বিক্রয় প্রতিনিধি নাজমুল হোসেন বলেন, এই সামান্য বৃষ্টিতেই স্টলে পানি জমে গেছে। ভারী বৃষ্টি হলে কিভাবে এখানে বসব? আমাদের অনেক কাপড় ভিজে গেছে, এখন রাস্তায় দাঁড়িয়ে শুকাচ্ছি।

এ ব্যাপারে রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপ-সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, আমরা স্টল বুকিং দিয়েছি। এখন তারা কিভাবে নির্মাণ করবে সেটা তাদের ব্যাপারে। আমাদের কোন ত্রুটি নেই। তারা করে থাকলে তাদের ভুল।

আরও পড়ুন: অগোছালো আয়োজনে বাণিজ্যমেলা

এ সম্পর্কিত আরও খবর