এডিপি বাস্তবায়ন ২৬.৩৬ শতাংশ

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-14 12:35:51

সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হার ডিসেম্বর পর্যন্ত ২৬ দশমিক ৩৬ শতাংশ। টাকার অংকে ৫৬ হাজার ৭১২ কোটি ৫৭ লাখ টাকা। যা শতাংশে হিসেবে গত বছরের চেয়ে কমলেও টাকার অংকে ব্যয় বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আগের বছর বাস্তবায়ন হার ২৭ দশমিক ৪৫ শতাংশ। ব্যয় করেছিলাম ৪৯ হাজার ৬৪৪ কোটি ৮০ লাখ টাকা। সে হিসেবে এক বছরে আমরা ৭ হাজার ৬৭ কোটি ৭৭ লাখ টাকা বেশি ব্যয় করেছি।

এপিডি বাস্তবায়ন শতকার হার গত বছরের চেয়ে কমেলেও তা নিয়ে সরকার মোটেও ভীতসন্ত্রস্ত নয় জানান পরিকল্পনামন্ত্রী।

তিনি বলেন, টাকার পরিমানটা হচ্ছে আসল যেটা আমরা পাই। শতাংশের হিসেবে কমবেশি হতেই পারে। ইঞ্জিনিয়ার যখন হিসেব পাঠায় ফিজিক্যাল মাপ জোখ কম হতে পারে কোন কোনখানে, কোন জায়গায় একটা পিলার কম হতে পারে। কিন্তু টাকার হিসেবে বেশি ব্যয় করেছি আমরা। অংকে এডিপি ব্যয় বেড়েছে। ব্যয়টাই প্রধান। টাকার হিসেবে আমরা বেশি ব্যয় করেছি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, পরিকল্পনা কমিশনের সদস্য সিনিয়র সচিব ড. শামসুল আলম, সিনিয়র সচিব শাহীন আহমেদ চৌধুরী, সচিব নূরুল আমিন, সচিব শামীমা নার্গিসসহ আরো অনেকে।

এ সম্পর্কিত আরও খবর