বাংলাদেশ-থাইল্যান্ড যৌথ বাণিজ্য কমিটির ৫ম বৈঠক অনুষ্ঠিত

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 08:58:57

বাংলাদেশ-থাইল্যান্ড যৌথ বাণিজ্য কমিটির পঞ্চম বৈঠকটি বুধবার (৮ জানুয়ারি) ব্যাংককে শেষ হয়েছে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি দু'দিনের এ বৈঠকে ১১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে দেন। থাই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির বাণিজ্যমন্ত্রী জুরিন লাকসাননাওসিত। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ওবায়দুল আজম এ সময় উপস্থিত ছিলেন।

দু’দেশ দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছে।

বৈঠকে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী থাইল্যান্ডের ডিউটি ফ্রি কোটা ফ্রি (ডিএফকিউএফ) বাজারে প্রবেশের জন্য ছয় ডিজিট স্তরের ৩৬টি পণ্যের তালিকা থাই কর্তৃপক্ষকে দেন। থাইল্যান্ডের মন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বাংলাদেশের এ প্রস্তাব পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। এ তালিকা বাংলাদেশকে থাইল্যান্ডের সঙ্গে বিদ্যমান বাণিজ্য ব্যবধান হ্রাস করতে সহায়তা করবে বলে আশা করছে উভয়পক্ষ।

বৈঠকে বাংলাদেশ স্বাস্থ্যসেবা ও নার্সিং শিক্ষায় থাইল্যান্ডের বিনিয়োগ চেয়েছে। বাংলাদেশের পক্ষ উল্লেখ করা হয়েছে, যৌথ উদ্যোগে বাংলাদেশে শীর্ষমানের হাসপাতাল তৈরি করা যেতে পারে।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে থাই মেডিকেল অ্যাসোসিয়েশনের একটি অনুসন্ধানী মিশন বাংলাদেশি বিনিয়োগকারীদের সঙ্গে পরামর্শ এবং চিকিৎসা খাতে বিনিয়োগের সুযোগ যাচাই করার জন্য শিগগিরই বাংলাদেশ সফর করবে। এছাড়া জেটিসির পরের বৈঠক পারস্পরিক সুবিধাজনক সময়ে ঢাকায় অনুষ্ঠিত হবে বলেও সিদ্ধান্ত হয়েছে।

উভয় পক্ষ কৃষি প্রক্রিয়াকরণ, ফিশারি, ফার্মাসিউটিক্যালস এবং শিল্প খাতগুলোতে নিবিড়ভাবে কাজ করতে সম্মত হয়েছে। বাংলাদেশ কৃষি ও স্বাস্থ্যসেবা ক্ষেত্রে থাইল্যান্ডের প্রযুক্তিগত সহযোগিতা চেয়েছে। থাইল্যান্ডকেও বিজনেস ক্যাটাগরিতে ভিসা সহজ করার জন্য অনুরোধ করেছে বাংলাদেশ।

দ্বিপক্ষীয় বাণিজ্যের প্রচারের জন্য উভয় পক্ষই প্রতিটি দেশের বাণিজ্য মেলা, বিনিয়োগ সেমিনারে নিয়মিত অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। থাই পক্ষ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করতে এবং বাংলাদেশে বিনিয়োগের সুযোগ অনুসন্ধান করতে একটি প্রতিনিধি দলকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল কাউয়াইন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

এ সম্পর্কিত আরও খবর