ইউসিবিএল এবং ইউআইটিএসের মধ্যে চুক্তি

ব্যাংক বীমা, অর্থনীতি

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 13:52:41

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) এবং ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনলজি অ্যান্ড সাইন্সেসের (ইউআইটিএস) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) ইউসিবিএলের কর্পোরেট হেড অফিসে স্বাক্ষরিত এ চুক্তি অনুযায়ী, ইউআইটিএসের শিক্ষার্থীদের ফিস কালেক্ট ও মেইন কালেকশন একাউন্ট বা হিসাব দেখাশোনা করবে ইউসিবিএল।

ইউসিবিএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ মামদুদুর রশীদ এবং ইউআইটিএসের ভাইস চ্যন্সেলর প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইউআইটিএসের ডিন স্কুল অব সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রফেসর ড. মোহাম্মদ মাজহারুল হক, ইউআইটিএসের ডিন স্কুল অব বিজনেস প্রফেসর ড. সিরাজ উদ্দিন আহমেদ, ডিন স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোস্যাল সাইন্সের প্রফেসর ড. আরিফাতুল কিবরিয়া, এ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মাদ কামরুল হাসান, ইউসিবির ইভিপি ও হেড অব ট্রান্সেকশন ব্যাংকিং মো. সেকেন্দার-ই-আজম এবং ইউসিবির ইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন তৌফিক হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সম্পর্কিত আরও খবর