বাণিজ্য মেলায় ক্রেতাদের চাহিদা গরম কাপড়ে

বাণিজ্য মেলা, অর্থনীতি

নিউজরুম এডিটর, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 10:41:34

বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে: পৌষের শুরু থেকেই রাজধানী ঢাকাসহ সারা দেশে জেঁকে বসেছে শীত। শৈত্যপ্রবাহে জবুথবু হয়ে পড়েছে জনজীবন। শীত থেকে বাঁচতে মানুষ ভিড় করছে গরম কাপড়ের দোকানে। আর এই শীতের মাঝেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হওয়ায় সেখানেও গরম কাপড় কেনার হিড়িক পড়েছে।

মেলা ঘুরে দেখা গেছে, শীতবস্ত্রের দোকানগুলোতে বেশি ভিড় জমাচ্ছেন ক্রেতারা। দোকানগুলোতে সর্বনিম্ন ৬০ টাকা থেকে শুরু করে এক হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে ছোট বড় সব বয়সীদের শীতের কাপড়।

শীতবস্ত্রের দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা

মেলায় আসা মিসেস আইরিন নামের এক ক্রেতা বলেন, শীত এখনো শেষ হয়নি। তাই বাণিজ্য মেলায় ঘুরতে এসে পরিবারের সবার জন্য গরম কাপড় কিনছি। তবে মেলায় একটু দাম বেশি।

শরিফুল ইসলাম নামের আরেক ক্রেতা বলেন, মেয়েকে নিয়ে মেলায় ঘুরতে এসেছি। মেয়ের জন্য একটা শীতের কাপড় কিনলাম। তবে দাম একটু বেশি।

শীতের পোশাক বিক্রেতা মোহাম্মদ আরিফ বলেন, আমাদের আশা অনুযায়ী এখনো বিক্রি সেভাবে হচ্ছে না। তবে শুরু থেকে এখন শীতের কাপড়ের বিক্রি কিছুটা বেড়েছে। শেষের দিকে বিক্রি আরও বাড়বে বলে আশা করছি।

এ সম্পর্কিত আরও খবর