২৬৩ শিক্ষার্থীকে প্রাইম ব্যাংকের শিক্ষাবৃত্তি

ব্যাংক বীমা, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 15:42:05

স্নাতক পর্যায়ের ২৬৩ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে দীর্ঘমেয়াদি ও নবায়নযোগ্য শিক্ষা বৃত্তি প্রদান করেছে প্রাইম ব্যাংক লিমিটেড। ব্যাংকটির ‘শিক্ষা সহায়তা কর্মসূচি’র আওতায় শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করা হয়। চলতি বছর থেকে প্রতি মাসে ২৬০০ টাকার বৃত্তি পাবেন শিক্ষার্থীরা।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে আগারগাঁও এলজিইডি ভবনে শিক্ষা বৃত্তি প্রদান-২০১৯ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, ‘শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ সব কর্মকাণ্ডে সবাইকে এগিয়ে আসতে হবে।’

এ সময় তিনি শিক্ষার্থীদের সংখ্যা না কমিয়ে বৃত্তির পরিধি বৃদ্ধির আহ্বান জানান প্রাইম ব্যাংকের প্রতি।

প্রাইম ব্যাংকের চেয়ারম্যান আজম জে চৌধুরীর বলেন, ‘মেধাবী অথচ সুবিধাবঞ্চিতদের কিভাবে সামনে আনা যায় এমন চিন্তা থেকেই আমরা এই বৃত্তির ব্যবস্থা করেছি।’

ডিজিটাল পেমেন্টের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ট্যাবের বাটন প্রেস করে ২৬৩ শিক্ষার্থীর নিজস্ব অ্যাকাউন্টে একযোগে বৃত্তির অর্থ প্রদান করেন
ডিজিটাল পেমেন্টের মাধ্যমে গভর্নর ট্যাবের বাটন প্রেস করে ২৬৩ শিক্ষার্থীর নিজস্ব অ্যাকাউন্টে একযোগে বৃত্তির অর্থ প্রদান করেন

এ সময় তিনি প্রাইম ব্যাংকের পক্ষ থেকে হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠান চালুর কর্মসূচি হাতে নেওয়ার কথাও উল্লেখ করেন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রাইম ব্যাংক ‘শিক্ষা সহায়তা কর্মসূচি’র আওতায় ২০০৭ সাল থেকে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৩ হাজার ৬৮৪ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তির আওতায় প্রতি মাসে ২৬০০ টাকার বৃত্তি পাবেন শিক্ষার্থীরা। ডিগ্রি চলাকালীন পুরো সময়টা এই বৃত্তির টাকা পাবেন শিক্ষার্থীরা।

এ সময় প্রাইম ব্যাংকের বৃত্তিপ্রাপ্ত চারজন কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। তারা বর্তমানে প্রতিষ্ঠিত এবং দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

এরপর ডিজিটাল পেমেন্টের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ট্যাবের বাটন প্রেস করে ২৬৩ শিক্ষার্থীর নিজস্ব অ্যাকাউন্টে একযোগে বৃত্তির অর্থ প্রদান করেন।

প্রাইম ব্যাংকের চেয়ারম্যান আজম জে চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা কর্মসূচির উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, প্রাইম ব্যাংকের পরিচালনা পরিষদের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ এবং ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. ইকবাল আনোয়ার প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর