ভ্রমণকারীদের ফ্লাইট টিকেট ও হোটেল বুকিং সুবিধার্থে ঢাকায় যাত্রা শুরু করলো অনলাইন ট্রাভেল এজেন্ট ট্রিপসেবা ডট কম। বিশ্বের যেকোনো দেশের ৮ লক্ষেরও অধিক হোটেল এবং ফ্লাইট থেকে সবচেয়ে সাশ্রয়ী মূল্যে ভ্রমণকারীরা বেছে নিতে পারবেন তাদের পছন্দের হোটেল ও বিমানের টিকেট ।
সাইটটিতে এমন এক প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে যাতে কেবল তথ্য ও প্রাপ্যতা দেখায় না, সাথে সাথে রয়েছে রিয়েল টাইম প্রাইসিংসহ বুকিংয়ের ব্যবস্থা যাতে গ্রাহকরা সহজেই বুকিং করতে পারেন দেশীয় এবং আন্তর্জাতিক বিমানের টিকিট ও হোটেল ।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিমান বড়ুয়া বলেন, 'বিকাশ, রকেট সহ যে কোনও ক্রেডিট কার্ড এবং অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করে ঘরে বসেই বুকিং করতে পারবেন বিমানের টিকিট এবং হোটেল । আর যেকোনো নতুন উদ্যোক্তারা এজেন্ট হতে সাইন আপ করতে পারবেন ট্রেড লাইসেন্স, এনআইডিসহ প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে অনলাইনে।
অনলাইন এই ট্রাভেল এজেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন– www.tripsheba.com এ।