সব শুল্ক স্টেশনে স্ক্যানার বসানো হবে

, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 16:51:21

দেশের প্রত্যেকটি বন্দরে আমদানি-রফতানি পণ্য যাচাই-বাছাইয়ের জন্য স্ক্যানার মেশিন বসানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, বিমানবন্দর, মংলা কিংবা চট্টগ্রাম বন্দরসহ আমরা সকল শুল্ক স্টেশনে স্ক্যানার মেশিন বসাবো। এর মাধ্যমিক আমরা জানতে পারবো সঠিক পণ্য আসছে কিনা।

রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২০’ উপলক্ষে এক সেমিনারে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শুল্কসহ রাজস্ব আদায়ের সকল আইন সহজীকরণ করা হবে। আমি আশা করি একদিন, এনবিআরের সকল কার্যক্রম পেপারলেস হবে।

এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, অর্থ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এবং এফবিসিসিআই এর প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব আবু হেনা মো. রহমাতুল মুনিম। 

এ সম্পর্কিত আরও খবর