বৃষ্টিতে মলিন বাণিজ্য মেলার শেষ সময়ের বেচাকেনা

বাণিজ্য মেলা, অর্থনীতি

নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2023-08-31 14:00:20

বাণিজ্য মেলা থেকে: প্রায় শেষের দিকে ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এ সময় ভিড় থাকে দর্শনার্থী ও ক্রেতাদের। একই সঙ্গে স্টল ও প্যাভিলিয়নগুলোতে বাড়ে বেচাকেনা। তবে বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকে রাজধানীতে ঘন কুয়াশা পড়তে থাকে। বেলা বড়ার সঙ্গে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। যার প্রভাব পড়েছে বাণিজ্য মেলায়। মেলার ২৮তম দিনে নেই দর্শনার্থীদের তেমন ভিড়।

মেলা ঘুরে দেখা যায়, মেলা শেষের দিকে হলেও বৃষ্টির কারণে দুপুরেও চোখে পড়েনি ক্রেতা ও দর্শনার্থীদের তেমন ভিড়। লাইন শূন্য হয়ে পড়ে আছে টিকিট কাউন্টারগুলো। মেলার ভেতরেও নেই দর্শনার্থীদের তেমন কোন আনাগোনা। অলস সময় পার করছেন বিক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ব্যাপক প্রভাব ফেলবে বেচা-কেনায়।

ফাঁকা হয়ে আছে টিকিট কাউন্টারও

ফরেন প্যাভিলিয়নের কাপড় বিক্রেতা শরিফুল বলেন, ‘এবারের মেলায় এমনিতেই প্রথম থেকেই নানান ঝামেলা। বিভিন্ন কারণে প্রথমদিকেও মেলা দু-তিন দিন বিলম্বে খোলা হয়েছে। লাভতো দূরের কথা চালান উঠানোই কষ্ট হয়ে যাচ্ছে। শেষ সময়ে যা একটু ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা ছিল, সেখানে আবার আজকের এই বৃষ্টি।’

মিস গ্লোরি ফ্যাশনের মালিক নাবিলা বলেন, ‘গতকাল এই সময়েও ব্যাপক ভিড় ছিল। আজকে বৃষ্টির জন্য কাস্টমার নেই বললেই চলে। তবে বিকেলের দিকে ক্রেতা সমাগমের আশা করছি।’

অলস সময় পার করছেন ক্রেতারা

এদিকে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে যারা মেলায় এসেছেন তারাও পড়েছেন চরম ভোগান্তিতে। কথা হয় ধানমন্ডি থেকে আসা রুবিনা নামে এক দর্শনার্থীর সঙ্গে। তিনি বলেন, ‘এবারের মেলায় আজকেই প্রথম এসেছি। ভিড়ের ভয়ে সকাল-সকাল আসলাম। কিন্তু এসে দেখি বৃষ্টি। বৃষ্টির কারণে ভালো করে ঘুরতে পারছি না। অনেকক্ষণ ধরে এক জায়গায়ই দাঁড়িয়ে আছি।’

উল্লেখ্য, গত ১ জানুয়ারি শুরু হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২০। মেলার মেয়াদ আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনের কারণে আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি মেলা বন্ধ থাকবে।

মেলার শেষ সময়েও নেই তেমন ভিড়

এ সম্পর্কিত আরও খবর