ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এবার ব্যবসায়ীরা অনেক লোকসান করছেন। এজন্য তারা একটি আবেদন করেছেন। আমরা তাদের আবেদন বিবেচনায় নিয়ে মেলার সময় বাড়ানোর জন্য প্রস্তাব দিয়েছি।'
এর আগে ২৭ জানুয়ারি বাণিজ্য মেলার সময় ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।
এ বছর বাণিজ্য মেলায় ২১টি দেশের ৪৯০টি প্যাভিলিয়ন ও স্টল অংশ নিয়েছে। মেলায় প্রবেশে প্রাপ্ত বয়স্কদের টিকিটের মূল্য ৪০ টাকা ও অপ্রাপ্ত বয়স্কদের টিকিটের মূল্য ২০ টাকা।