‘ব্যাংকের সদিচ্ছা থাকলে কেউ ঋণ নিয়ে পালাতে পারবে না’

ব্যাংক বীমা, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 22:12:29

ব্যাংকের সদিচ্ছা থাকলে কোনো গ্রাহক ঋণ নিয়ে পালাতে পারবে না বলে মন্তব্য করেছেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের অর্থনীতি শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে আছে। গত দুই বছর ধরে ব্যাংক খাতের ঋণ খেলাপি নিয়ে সমালোচনা চলছে। কিছু জায়গায় অনিয়ম, দুর্নীতির অভিয়োগ রয়েছে।’

বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকা ক্লাবে এবি ব্যাংকের নতুন ব্যাংকিং প্রোডাক্ট এবি হাইটস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে ব্যাংকের নতুন এ সেবার বিস্তারিত তুলে ধরেন ডিএমডি আবদুর রহমান।

এমডি বলেন, ‘এবি হাইটস ব্যাংক অ্যাকাউন্ট ও ক্রেডিট কার্ডের সমন্বিত একটি সেবা, যা গ্রাহকের প্রত্যাশিত প্রয়োজন মেটাবে। এ সেবার আওতায় ১ লাখ টাকা দিয়ে হিসাব খুললে ব্যাংক গ্রাহককে দেড় লাখ টাকা সীমার ক্রেডিট কার্ড দেওয়া হবে। যার মাধ্যমে গ্রাহক স্বাস্থ্য, নিরাপত্তা, ভ্রমণ, শিক্ষাসহ বিভিন্ন সুবিধা পাবেন। এ হিসাবের ব্যাংক চার্জ ধরা হয়েছে সাধারণ হিসাবের মতোই। এর জন্য আলাদা কোনো চার্জ কাটা হবে না।’

অনুষ্ঠানে এবি ব্যাংকের খেলাপি ঋণ নিয়ে এক প্রশ্নের জবাবে ব্যাংকের প্রেসিডেন্ট ও এমডি তারিক আফজাল বলেন, ‘২০১৮ সালে এবি ব্যাংকের মন্দ ঋণ পুরোটাই খেলাপি হয়ে যায়। ওই সময় এ ঋণের হার ছিল ৩৩ শতাংশ। কিন্তু গেল বছরে খেলাপিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযানের ফলে শ্রেণীকৃত ঋণ কমে ১৪ শতাংশে দাঁড়িয়েছে। মন্দ ঋণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আর শুদ্ধি অভিযান শুধু মন্দ ঋণের বিরুদ্ধে নয়, ব্যাংকের কর্মকর্তাদেরও বিরুদ্ধেও হবে।’

ঋণের সুদ সিঙ্গেল ডিজিট বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, ১ এপ্রিল থেকে এটি কার্যকরের জন্য এবি ব্যাংক কাজ করে যাচ্ছে।

ঋণখেলাপিদের ২ শতাংশ ডাউনপেমেন্টে ১০ বছরে ঋণ পরিশোধের সুবিধার বিষয়ে দ্বিমত পোষণ করে তিনি বলেন, ‘এককালীন পরিশোধ করার অর্থ এটা নিয়মিত করা। তবে ১০ বছরে শোধ করার বিষয়ে আমি একমত না। কারণ, একটি ঋণ এতদিন চলতে পারে না। এটা দীর্ঘায়িত হলে গ্রাহকও আগ্রহ হারিয়ে ফেলবে। এ পর্যন্ত এবি ব্যাংক একজন ঋণ খেলাপিকে এ সুবিধা দিয়েছে। ঋণ সুবিধা দেওয়া হবে ব্যাংকের নিয়ম মেনে, গ্রাহকের নিয়ম মেনে নয়।

এ সম্পর্কিত আরও খবর