ব্যবসায় এখনও পিছিয়ে নারীরা: বাণিজ্যমন্ত্রী

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 00:35:00

বাংলাদেশে সব ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বাড়লেও ব্যবসাক্ষেত্রে তারা এখনও পিছিয়ে। ব্যবসা ক্ষেত্রে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ থাকলেও সেটি সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার (০৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে ‘ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ এবং বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের আয়োজনে করপোরেট কানেক্ট: ২০২০ কনফারেন্স এন্ড বিজনেস ফেয়ারে’ প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বিশ্ব ব্যাংক আয়োজিত কনফারেন্স

তিনি আরো বলেন, বাংলাদেশ ৫ লাখ ৫০ হাজার কুটির শিল্প, ক্ষুদ্র মাঝারি ও ছোট নারী উদ্যোক্তা রয়েছেন। যার মোট হিসেব শতকর ৭.২১ ভাগ। দেশের জিডিপি দুই অংকে উন্নীত করার জন্য নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ আরো বাড়াতে হবে।

২০২০ করপোরেট কানেক্ট কনফারেন্স এ্যান্ড বিজনেস ফেয়ারের উদ্ভোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ক্যারেন গ্রাউন-বিশ্ব ব্যাংকের সিনিয়র ডিরেক্টর ক্যারেন গ্রাউন, বিশ্ব ব্যাংকের বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর দানদান চেন, মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট নিহাদ কবির প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা নারী উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং ভবিষ্যৎ করনীর সম্পর্কে আলোকপাত করেন।

এ সম্পর্কিত আরও খবর