ফার্স্ট একাশিয়ার খসড়া প্রসপেক্টাস অনুমোদন

ব্যাংক বীমা, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 11:08:51

ফার্স্ট একাশিয়া এসআরআইএম এসএমই গ্রোথ ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করা হয়েছে। এটি হবে বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইস) ৭১৮তম সভায় ফান্ডটির খসড়া প্রসপেক্টাস অনুমোদনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ১০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা ১ কোটি টাকা প্রদান করবে। বাকি ৯ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির প্রতিটি ইউনিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

উক্ত ফান্ডটির উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক হিসেবে একাশিয়া এসআর ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড এবং ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে সেন্টিনেল ট্রাস্ট্রি অ্যান্ড কাস্টডিয়াল সার্ভিসেস লিমিটেড।

এ সম্পর্কিত আরও খবর