১ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করল আইডিআরএ

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 23:48:55

ঢাকা: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) মধ্যস্থতায় একমি ল্যাবরেটরিজ লিমিটেড এবং ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যকার ১ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় আইডিআরএ কর্তৃপক্ষের সভাকক্ষে চেক হস্তান্তরের মাধ্যমে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আইডিআরএ সূত্র জানিয়েছে, কর্তৃপক্ষের মধ্যস্থতায় দুই কোম্পানির মধ্যকার ১ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তির চেক হস্তান্তর করা হয়েছে। আইডিআরএ চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেনের উপস্থিতিতে ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা এ এম এম মহিউদ্দিন চৌধুরী মেসার্স দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের মানব সম্পদ বিভাগের প্রধান তুষার কান্তি কুণ্ডের কাছে বীমা দাবির ১ কোটি টাকার চেক হস্তান্তর করেন।

এ সম্পর্কিত আরও খবর