৫শ’ কোটি টাকার বন্ড ছাড়বে ডাচ-বাংলা ব্যাংক

ব্যাংক বীমা, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 23:55:29

ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ৫শ’ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত অনুমোদন করেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে কোম্পানিটি তৃতীয় বার বন্ডের মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর এ বন্ড ইস্যু করবে ডাচ-বাংলা ব্যাংক।

কোম্পানির তথ্য মতে, ডাচবাংলা বন্ডের মেয়াদ হবে সাত বছর। বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে-আনসিকিউরড এবং নন-কনভার্টেবল। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ বন্ড ইস্যু করে অর্থ উত্তোলন করবে ব্যাংকটি।

টায়ার-২ ব্যাংক কাঠামোর শর্তপূরণে ব্যাসেল-৩ এর অধীনে এ বন্ড ইস্যু করা হবে।

এ সম্পর্কিত আরও খবর