ইউসিবি ব্যাংকে মুজিব কর্নার উদ্বোধন

ব্যাংক বীমা, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 17:48:50

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মুজিব কর্নার উদ্বোধন করেছে।

মঙ্গলবার (১০ মার্চ) গুলশানের ইউসিবি ব্যাংকের প্রধান কার্যালয়ের সপ্তম তলায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী কর্নারটি উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ

অনুষ্ঠানে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হাইকোর্টের জারি করা রুলের কথা উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, একটি আনন্দের সংবাদ হলো ‘জয় বাংলা’ এখন থেকে জাতীয় স্লোগান। এখন থেকে সব রাষ্ট্রীয় অনুষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশের পর ‘জয়বাংলা’ বলতে হবে।

এ সময় মুজিব কর্নারের অনুষ্ঠানের জন্য ইউসিবি ব্যাংককে সাধুবাদ জানান মন্ত্রী।

ইউসিবি ব্যাংকে মুজিব কর্নার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণসহ বিভিন্ন সময়ের ছবি এবং বিভিন্ন বই দিয়ে সুসজ্জিত করে তৈরি করা হয়েছে কর্নারটি।

৭ মার্চের ঐতিহাসিক ভাষণসহ বিভিন্ন সময়ের ছবি ও বিভিন্ন বই

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসিবি ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান আখতার মতিন চৌধুরী, পরিচালক নুরুল ইসলাম চৌধুরী, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরীসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা‌।

এ সম্পর্কিত আরও খবর