সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৫ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটেই সূচক পতন হয়েছে ২০৯ পয়েন্ট।
সকাল ১০টা ৩০ মিনিটে দিনের লেনদেন শুরু হয়। ১০টা ৪০ মিনিটে সূচক কমে ২০৯ পয়েন্ট হয়। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক পতন হয়েছে ৪৭ আর ডিএস-৩০ সূচক কমেছে ৬৬ পয়েন্ট।
লেনদেন হয়েছে ৬১ কোটি ১৫ লাখ টাকা। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম কমেছে ৩০৩টির, দাম বেড়েছে ৭টির, অপরিবর্তিত রয়েছে ৬টির।
একই অবস্থা বিরাজ করছে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও।