সাড়ে ১১টায় পুঁজিবাজারের লেনদেন শুরু

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 18:41:04

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সকাল সাড়ে ১০টার পরিবর্তে সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন শুরু হবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা বাস্তবায়নের জন্য এক ঘণ্টা বিলম্বে লেনদেন শুরু হচ্ছে। লেনদেন শেষ হবে দুপুর আড়াইটায়।

বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন।

তিনি বলেন, ডিএসইর ব্যবস্থাপনা বিভাগ থেকে জানতে পেরেছি, দরপতন রোধে বিএসইসি সূচকের উপর সার্কিট ব্রেকার আরোপ নিয়ে কিছু দিক নির্দেশনা দিয়েছে। যা নিয়ে ডিএসইর আইটি বিভাগ কাজ করছে। কমিশনের নির্দেশনা বাস্তবায়নের কারণে লেনদেন এক ঘণ্টা বিলম্ব হচ্ছে। তবে রোববার থেকে সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়ে চলবে দুপুর ১টা৩০ মিনিট পর্যন্ত।

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রভাবে টানা ৮ কার্যদিবসে পুঁজিবাজারে ভয়াবহ ধস হয়েছে। ধসে বিনিয়োগকারীদের অন্তত ৫০ হাজার কোটি টাকার পুঁজি গায়েব হয়েছে। এই অবস্থা থেকে উত্তোলনের জন্য বিনিয়োগকারীরা লেনদেন বন্ধের দাবি জানিয়েছেন।

এরই প্রেক্ষিতে বুধবার (১৮ মার্চ) ডিএসইর ৯৫৪তম (জরুরি) পরিচালনা পর্ষদ সভায় লেনদেনের সময় ১ ঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন সূচি অনুসারে লেনদেন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।

মিনহাজ মান্নান ইমন বলেন, সারাবিশ্বে করোনাভাইরাস পরিস্থিতির ভয়াবহতায় বাংলাদেশে বিশেষ সতর্কতার স্বার্থে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা, সভা-সমাবেশ সীমিত করণের পাশাপাশি ডিএসইর লেনদেনের সময়সূচীর পরিবর্তন আনা হয়েছে।

গত ৮ মার্চ থেকে দেশের পুঁজিবাজারে বড় পতন হচ্ছে। যাতে সর্বশেষ ৮ কার্যদিবসে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৭৮১ পয়েন্ট বা ১৮ শতাংশ। এরমধ্যে ৯ মার্চ রেকর্ড ২৭৯ পয়েন্ট বা ৬.৫২ শতাংশ পড়েছিল। ওইদিনের পতনের পরেই সূচকে সার্কিট ব্রেকার আরোপ নিয়ে আলোচনা উঠে। অবশেষে কমিশন তা আরোপের সিদ্ধান্ত নিলো।

এ সম্পর্কিত আরও খবর