বিদ্যুতের জাতীয় গ্রিড ট্রিপ করায় উত্তরের আট জেলা সাময়িকভাবে অন্ধকারে নিমজ্জিত হয়। বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ট্রান্সফরমার একই সময়ে বগুড়া পুরাতন লাইন থেকে নতুন লাইনের সংযোগ স্থলে ট্রিপ করায় এ পরিস্থিতি সৃষ্টি হয়।
এতে পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়ে উত্তরের জেলাগুলো। তবে আধা ঘণ্টার মধ্যেই আবার লাইন চালু করতে সক্ষম হয় বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি)।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) জনসংযোগ পরিদপ্তরের পরিচালক সাইফুল হাসান চৌধুরী বার্তা২৪.কমকে বলেন, সন্ধ্যা সোয়া ৭টার দিকে জাতীয় গ্রিডে ট্রিপের কারণে সংকট তৈরি হয়। আধা ঘণ্টার মধ্যেই মেরামত হলে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। আমাদের আর কোথাও কোনো সমস্যা হয়নি। যে কারণে দ্রুত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়।