তৈরি পোশাক, নীট পোশাক এবং টেক্সটাইল মিল খাতের মতোই প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ হাজার কোটি টাকার ফান্ডের ভাগ চায় বাংলাদেশ গামেন্টস এক্সসোরিজ অ্যান্ড প্যাকজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশান (বিজিএপিএমইএ)।
সংগঠনের সভাপতি আব্দুল কাদের খান বৃহস্পতিবার (২৬মার্চ) এই টাকার ভাগের দাবি করেন।
২৫ মার্চ রাতে জাতীর উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী রফতানিমুখী শিল্পকে করোনাভাইরাসে আক্রান্ত অর্থনৈতিক মন্দা থেকে রক্ষার জন্য ৫০০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। এই টাকা শ্রমিকদের বেতন-বোনাস হিসেবে দেয়ার জন্য ঘোষণা দিয়েছেন।
বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ সদস্য কারখানাগুলোর মতই বিজিএপিএমইএর সদস্যদের এই ফান্ড থেকে অর্থদেয়ার আহবান জানান।