সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।
শনিবার (২৮ মার্চ) দুপুরে কবিরপুর-বাইদগাও আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন মানামী ফ্যাশন নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা।
শ্রমিকরা জানায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে সুরক্ষার কথা বিবেবচনা করে আশুলিয়ার অধিকাংশ কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা করোনাভাইরাসের আতঙ্কে ভুগছি। তাই কর্তৃপক্ষের নিকট কারখানা বন্ধের দাবি জানাই। বারবার দাবি জানানো হলে কর্তৃপক্ষ বন্ধের সিদ্ধান্ত জানায় নি।
দীর্ঘ সময় অপেক্ষার পর শ্রমিকরা কারখানা বন্ধের দাবিতে বিক্ষোভ শুরু করে। এতেও সাড়া না দেওয়ায় কারখানার সামনের কবিরপুর-বাইদগাও আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে শ্রমিকরা। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ বিক্ষোভের পর শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে বাড়ি ফিরে যায়।
এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে কোন কথা বলতে রাজি হয় নি।