করোনা দুর্গতদের পাশে ইয়ামাহা রাইডারস ক্লাব

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 05:42:16

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে যাওয়া নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে ইয়ামাহা রাইডারস ক্লাব। সম্প্রতি দেশব্যাপী ৮০০ দুর্গত পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তারা।

সোমবার (৩০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাজের নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে ইয়ামাহা রাইডারস ক্লাব। সম্প্রতি এই ক্লাবের সদস্যরা ৮০০ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

এছাড়াও ২৯ মার্চ রাজধানীর তেজগাঁও এ অবস্থিত এসিআই সেন্টারে ইয়ামাহা রাইডারস ক্লাব এবং এসিআই মটরস এর সহযোগিতায় জাগো ফাউন্ডেশনের কাছে সমাজের নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণের জন্য নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেয়। এ সময় উপস্থিত ছিলেন এসিআই মটরস এর নির্বাহী পরিচালক সুবধত রঞ্জন দাস ও এসিআই মটরস এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, ইয়ামাহা রাইডারস ক্লাব ইয়ামাহা মোটরসাইকেল চালকদের নিয়ে সংগঠিত বাংলাদেশের সবচেয়ে বড় বাইকার কমিউনিটি, যারা মোটরসাইকেল চালানোর পাশাপাশি বিভিন্ন সমাজ সেবা কর্মকাণ্ডে অংশগ্রহণ করে।

এ সম্পর্কিত আরও খবর