সীমিত আকারে খোলা থাকবে কাস্টমস

ব্যাংক বীমা, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-19 20:47:48

করোনায় ব্যাংকের মতোই সীমিত আকারে কাস্টমস হাউস ও কাস্টমস স্টেশন খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ছুটিকালীন আমদানিকৃত পণ্য, রফতানি কার্যক্রম ও জরুরি চিকিৎসা সেবাসামগ্রী খালাসের জন্য এই নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (৩০ মার্চ) এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) মোহাম্মদ মেহরাজ উল আলম সম্রাট স্বাক্ষরিত এক আদেশে একথা বলা হয়েছে।

আদেশে আরও বলা হয়, আমদানিকৃত নিত্য প্রয়োজনীয় পণ্য, জরুরি চিকিৎসা ও অন্যান্য সেবাসামগ্রী শুল্কায়নসহ খালাস প্রদান এবং রফতানি ও ইপিজেডের কার্যক্রম সচল রাখার জন্য দেশের সব কাস্টমস হাউস, কাস্টমস স্টেশনসমূহে সীমিত আকারে দাফতরিক কার্যক্রম পরিচালনা করার জন্যে নির্দেশ দেয়া হলো।

নিত্য প্রয়োজনীয় পণ্য, জরুরি চিকিৎসা ও অন্যান্য সেবা সামগ্রীর সঙ্গে শিল্পের কাঁচামাল এবং সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার আমদানিও এতে অন্তর্ভুক্ত হবে।

 

এ সম্পর্কিত আরও খবর